উদ্ভিদ বিজ্ঞানে বাঙালী বিজ্ঞানীর সাফল্য

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ার ছেলে সৌরভ দত্ত ভোপালের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স এডুকেশ্‌ন রিসার্চের বায়োলজিক্যাল সায়েন্সের বিভাগীয় প্রধান৷ একটি মার্কিন জার্র্নল ‘প্ল্যান্ট ফিজিওলজি’, সৌরভ দত্ত ও তাঁর সহযোগী ছাত্রার গবেষণাপত্র প্রকাশ করে৷ সৌরভ বাবু তাঁর গবেষণায় দ্বিবীজপত্রী উদ্ভিদের বীজপত্র খোলার সময় নির্ধারণকারী জিন ও প্রোটিনের সন্ধান পেয়েছেন৷ এরফলে কৃষিতে বিপুল সাফল্যের  সম্ভাবনা আছে৷

এই জিন ও প্রোটিন চিহ্ণিত হওয়ার ফলে বীজের অঙ্কুরোদগমের সময় নির্ধারন করা সম্ভব হবে৷ এই জিন চিহ্ণিত হওয়ার পর এখন সৌরভ বাবু জিন নিয়ন্ত্রণ নিয়ে গবেষনা করছেন৷ এই জিন বিজ্ঞানিরা নিয়ন্ত্রণ করতে পারলে বীজ ফেলার পরে প্রকৃতির জল হাওয়ার সঙ্গে  সামঞ্জস্য রেখে অঙ্কুরোদগমের সময় আগে করা যাবে৷ সৌরভ কল্যাণি বিশ্ববিদ্যালয়ে বোটানি নিয়ে পড়েছেন৷ এরপর পণ্ডিচেরিতে বায়োটেক নোলজি নিয়ে পড়ার পর সুইডেনে পি.এইচ.ডি ও অক্সফোর্ড থেকে পোষ্ট ডক্টরেট করেন৷