আনন্দপূর্ণিমার পুণ্য তিথি স্মরণে শোষণমুক্ত নোতুন পৃথিবী গড়ার ব্রত নিন
১৬ই মে, বৈশাখী পূর্ণিমা প্রাউট–প্রবক্তা শ্রীপ্রভাতরঞ্জন সরকার, যিনি ধর্মগুরু মহাসম্ভূতি শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নামে বিশ্ববাসীর কাছে সমধিক পরিচিত–তাঁর শুভ ১০১তম আবির্ভাব তিথি সারা বিশ্বের আনন্দমার্গীদের কাছে এই বৈশাখী পূর্ণিমা আনন্দপূর্ণিমা রূপে পরিচিত৷ এই পুণ্য তিথিতে মহাসমারোহে সর্বত্র মার্গগুরুদেবের ১০১তম জন্ম জয়ন্তী পালন করা হচ্ছে৷