October 2023

পিতৃ–আজ্ঞা

বাপ–বেটাকে নিয়ে সংসার৷ বাপ হাটে গেছে৷ বেটা বাপের জন্যে ভাত–ডাল–তরকারী রেঁধে রেখেছে৷ ৰাৰা খেতে বসে বলছে–রামচন্দ্র, রামচন্দ্র, ওরে রাউজা, দাইলনিতে কয় গণ্ডা মরিস্ দিস?

বেটা বললে–সয় গণ্ডা৷

বাপ–দিৰারে কইসিলাম কয় গণ্ডা?

বেটা–আজ্ঞা, আষ্ট গণ্ডা৷

বাপ–দিস কত?

বেটা–আইজ্ঞা সয় গণ্ডা৷

বাপ–এ অন্ন কাউম্ না, এ অন্ন কাউম্ না৷

বেটা–এ্যাবার এ্যাডা ক্ষমা করেন, মাপ করেন৷ এক্কেরে কতা দিত্যাসি, এ্যামনডা আর অইবো না৷

কথা বেচে

 

প্রকাণ্ড ৰড় মিউজিয়াম (প্রত্নশালা)৷ কিউরেটর (তত্ত্বাবধায়ক) নিযুক্ত হয়েছেন একজন অতিজল্পক মানুষ৷ বিতর্কেই তিনি বেঁচে আছেন.......বিতর্কেই তিনি চাকরি বজায় রেখেছেন......... বিতর্কেই তিনি পদোন্নতির আশা পোষণ করেন৷ দর্শনার্থীদের সম্বোধন করে তিনি একটি ছোট্ট করোটি (মাথার খুলি) দেখিয়ে বললেন–আপনারা জেনে হয়তো অবাক হবেন.........সত্যিই তো, অবাক হবারই কথা.........এই করোটিটি হচ্ছে ইতিহাসধন্য পুরুষ রাণা প্রতাপের৷ উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ছিলেন একজন ইতিহাসের অধ্যাপক৷ তিনি বললেন, কিন্তু স্যর, রাণা প্রতাপ তো ছিলেন তাগড়া আকারের দশাসই চেহারার মানুষ৷ তাঁর করোটি এত ছোট হবে কেন?

ভারতের মহিলা ক্রিকেট দলকে এশিয়ান গেমসে সেরা করেছে বাঙলার তিতাস

অনূধর্ব-১৯ বিশ্বকাপে ভারতের মহিলা দলের জয়ের পিছনে বড় ভূমিকা পালন করেছিল তিতাস সাধু৷ আর এখন চিনের মাঠে বাঙলার মেয়ে দেশকে সোনা জিতিয়েছে৷ ফাইনালে ৩ উইকেট নিয়ে মহিলা ক্রিকেট দলকে এশিয়ার সেরা করেছে তিতাস৷ তার এই সাফল্যে তাঁর পরিবার অত্যন্ত গর্বিত৷ ২৯শে সেপ্ঢেম্বর তিতাসের জন্মদিন৷ এ বছর ১৯শে পা রাখল তিতাস৷ আর এর মধ্যেই দেশের হয় অনূধর্ব বিশ্বকাপ ও এশিয়ান গেমস জেতা হয়ে গেছে৷

এশিয়ান গেমসে জোড়া পদকের সামনে বঙ্গকন্যা প্রণতি নায়েক

সাব ডিভিশন ৩-এ সেরা আট জনের মধ্যে ষষ্ঠ স্থানে থেকে ভল্টের ফাইনালে ওঠেন বঙ্গকন্যা প্রণতি নায়েক৷ এবারের এশিয়ান গেমসে জিমন্যাস্টিক্সে তিনিই ভারতের একমাত্র প্রতিযোগী৷ তাঁর মোট পয়েন্ট ১২.৭১৬৷ অল রাউণ্ড বিভাগে যে ১৮ জন ফাইনালে উঠেছেন, তাঁদের মধ্যেও জায়গা করে নেন প্রণতি৷ ভল্টে প্রথমবারে ১২.৮৬৬ স্কোর করেন প্রণতি৷ পরের বারে তাঁর পয়েন্ট হয় ১২.৫৬৬ এর ফলে গড় করে তিনি ফাইনালে ওঠেন৷ অলরাউণ্ড বিভাগে ২৩ নম্বর স্থানে থেকেও ফাইনালে উঠে যান প্রণতি৷ কারণ প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একটি বিভাগে একটি দেশ থেকে সর্বাধিক দুজন জিমন্যাস্ট ফাইনালে উঠতে পারেন৷ এর ফলে চিন, জাপান, উত্তর কোরিয়া,  দক্ষিণ কোরিয়ার একজন করে প্র

শ্যুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেলে ভারতকে তিনজনে সোনা এনে দিল

এবারের এশিয়ান গেমসে প্রথম সোনা ভারতে৷ শ্যুটিংয়ে দেশকে সোনা এনে দিলেন দিব্যাংশু পানওয়ার, ঐশ্বর্য তোমর, রুদ্রাংশ পাটিল৷ দলগত বিভাগে বিশবরেকর্ড করে সোনা জিতেছেন তারা৷ ১০ মিটার এয়ার রাইফেলে দিব্যাংশু, ঐশ্বর্য ও রুদ্রাংশের  মোট ১৮৯৩.৭ পয়েন্ট স্কোর করেন তারা৷ এটি বিশ্বরেকর্ড, এর আগের রেকর্ড ছিল চিনের৷ তারা করেছিল ১৮৯৩.৩৷ গত সোমবার রোয়িংয়ে দুটি ব্রোঞ্জও পেয়েছে ভারত৷ ‘মেন্স ফোর’ বিভাগে যশবিন্দর, ভীম, পুনিত ও আশিস ব্রোঞ্জ পেয়েছেন৷ তাঁরা ৬ঃ১০ঃ৮১৷  এই বিভাগে সোনা পেয়েছে উজবেকিস্তান৷ রুপো পেয়েছে চিন৷

আনন্দমার্গের সমাজশাস্ত্রে শারদোৎসব

আনন্দমার্গের সমাজশাস্ত্রে শারদোৎসব

নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, নীচে ধরনীর কোলে শিউলি কাশের মেলা নিয়ে আসে শরতের আগমন বার্র্ত৷ এই শরতেই বাঙালীর প্রিয় উৎসব---দূর্র্গপূজা,এই পূজাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা বাজারে ছড়িয়ে পড়ে৷ কুমোর পাড়া, আলো,মাইক, প্যাণ্ডেল বহু মানুষের সাময়িক কিছু উপার্জনের পথ করে দেয়৷

এক দেশ---এক ভাষা, এক নির্বাচন ফ্যাসিষ্ট শোষকের শোষণের কৌশল

প্রবীন প্রাউটিষ্ট নেতা প্রভাত খাঁ বলেন---ভারতবর্ষের অভ্যন্তরেই আজ বিচ্ছিন্নতার সুর৷ তাই রাষ্ট্রের কর্ণধারদের সংহতির কথা চিন্তা করতেই হবে৷ ঐক্যের পথ খুঁজে বের করতেই হবে৷ কিন্তু শুধু রোগ জানলেই হবে না৷রোগের কারণও জানতে হবে৷ নতুবা ভুল ঔষধ প্রয়োগে হিতে বিপরীত হবে৷

পুরীতে অনুষ্ঠিত হল দু’দিনব্যাপী ধর্ম মহাসম্মেলন

গত ৩০শে সেপ্ঢেম্বর ও ১লা অক্টোবর ওড়িশার পুরীতে অনুষ্ঠিত হয় দুইদিনের ধর্ম মহাসম্মেলন৷ এই সম্মেলনের আয়োজন করে আনন্দমার্গ প্রচারক সংঘ (কলিকাতা)৷ দুদিনের এই সম্মেলনে যোগ দিতে এসেছিলেন পূর্বাঞ্চলের ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার থেকে আনন্দমার্গীরা৷ প্রায় ৪০০০ আনন্দমার্গী সমবেত হয়েছিলেন সম্মেলন প্রাঙ্গনে৷ দুদিনের এই সম্মেলনে প্রথম দিন অর্থাৎ ৩০শে সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত পরিবেশন ও মহানামমন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রত্যহ সন্ধ্যায় প্রভাত সঙ্গীত অবলম্বনে মনোরম সাংসৃকতিক অনুষ্ঠানের আয়োজনও ছিল৷ প্রসঙ্গতঃ মার্গগুরুদেব  শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী ৫০১৮টি সঙ্গীত রচনা করেন ও স

স্বাধীনতার পর থেকেই বঞ্চিত বরাক বঙ্গের বাঙালীরা পৃথক রাজ্যের দাবী তুললো

গত ২৭শে সেপ্ঢেম্বর কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অসমের বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ) অসম থেকে বেরিয়ে বরাকবঙ্গকে পৃথক রাজ্যের দাবি তুললো৷ প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিডিএফের পক্ষ থেকে প্রদীপ দত্ত রায় বলেন ---স্বাধীনতার পর থেকেই বরাক উপত্যকার বাঙালীরা বঞ্চিত সমস্ত প্রকার সুযোগ সুবিধা থেকে৷

বর্ধমানের ব্রাহ্মণপাড়া গ্রামে প্রভাত সঙ্গীতানুষ্ঠান

ভাব-ভাষা-সুর-ছন্দে সমৃদ্ধ প্রভাত সঙ্গীতের স্রষ্ঠা বিশ্ববন্দিত সঙ্গীতগুরু তথা ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পিতৃভূমি বর্ধমান জেলার ব্রাহ্মণপাড়া গ্রামে গত ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত দিবসে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অখণ্ড প্রভাত সঙ্গীত, সাধনা, গুরুপূজা ও শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে প্রভাত সঙ্গীত অনুষ্ঠানটি আনন্দময় পরিবেশে সুসম্পন্ন হয়৷ ঐতিহ্যবাহী যে গৃহে পরমগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী আনন্দমার্গ সৃষ্টির মহান পরিকল্পনা করেছিলেন সেই পবিত্র গৃহটিকে সুন্দর সুন্দর পুষ্পে সুসজ্জিত করা হয়৷ সেই গৃহেই মূল অনুষ্ঠানটি উদ্‌যাপিত হয়৷ সকাল হতে সন্ধ্যা পর্য্যন্ত সারাদিন ব্যাপী এই আনন্দময় অনুষ্ঠানে