Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

 

(১২) তোমাদের এর আগেই ৰলেছি ‘ডৰ্‌’ ধাতুর একটি অর্থ জলের তলায় ডুৰে থাকা (উত্তর ভারতে ‘ডুৰকি মারণা’)৷ বিভিন্ন ধরণের পচা বস্তু জলের সংস্পর্শে এসে মার্স গ্যাসের সৃষ্টি হয়৷ এই মার্স গ্যাস বুদ্‌বুদ্‌ আকারে জলের তলা থেকে জলের ওপরের স্তরে যখন উঠে আসে তখন বাতাবরণের অক্সিজেনের সংস্পর্শে এসে যে দপ্‌ করে জ্বলে ওঠে৷ জ্বলেই আবার নিৰে যায়৷ একে ইংরেজীতেwillow-the-wisp ৰলা হয়, ৰাংলায় ৰলে ‘আলেয়া’৷ বিহারের কোথাও কোথাও ৰলে ‘পানীকে রাখস’, সংস্কৃতে ৰলে ‘ৰাড়বানল’৷ মনে রেখো, ‘ৰাড়বা’-র মত ‘ৰড়বা’ শব্দটিরও প্রথমটি বর্গীয় ‘ৰ’, দ্বিতীয়টি অন্তঃস্থ ‘ব’৷

(১৩) আগেকার দিনে যুদ্ধের সময় রণভূমিতে সাধারণতঃ সুশিক্ষিত পুরুষ-ঘোড়াকেই নিয়ে যাওয়া হত৷ কিন্তু কিছু সংখ্যক অতি সাহসী সুশিক্ষিত স্ত্রী-ঘোড়াকেও নিয়ে যাওয়ার প্রথা ছিল৷ ওই রণবিদ্যায় দক্ষা স্ত্রী-ঘোড়াকে ৰলা হত ‘ৰড়বা’৷ যাই হোক, এই ৰাড়বানল বা মার্স গ্যাস বা আলেয়াকেও জলে ডুবে থাকা অর্থে ‘ডব্‌’ ধাতু+ ‘ড’ প্রত্যয় করে ‘ড’ ৰলা হয়ে থাকে৷ এই অর্থে ‘ড’ শব্দটিকে তোমরা ৰাংলা ভাষায় অনায়াসে ব্যবহার করতে পার৷

(১৪) ‘ডভ্‌’ ধাতু একটি প্রাচীন ঋগ্বেদীয় ধাতু৷ এরও অর্থ হুৰহু ‘ডৰ্‌’ ধাতুরই মত৷ তবে এই ধাতুটি অতিরিক্ত আরও দু’-একটি অর্থে ব্যবহৃত হয়৷ যেমন সমীকরণ বাequation করার জন্যে ডভ ধাতু ব্যবহৃত হয়৷ তেড়ে আসা অর্থেও ‘ডভ্‌’ ধাতু ব্যবহৃত হয়৷ তোমরা নিশ্চয় গণিতেequation অর্থাৎ সমীকরণের অঙ্ক করেছ৷ সরল সমীকরণ simple equation), দ্বি-খাত সমীকরণ quadritic equation) প্রভৃতির সঙ্গে নিশ্চয় পরিচিত আছ৷ ‘ডভ্‌ + ‘ড’ প্রত্যয় করে যে ‘ড’ শব্দটি পাচ্ছি তার একটি অর্থ হ’ল এই সমীকরণ বা equation৷ এই প্রসঙ্গে তোমরা নিশ্চয় শ্রীধরাচার্য ও তার স্ত্রী লীলাবতীর নাম শুণেছ৷ প্রাচীন ভারতে তাঁরা ছিলেন নামজাদা গাণিতিক৷ আজকের পৃথিবীও তাঁদের স্মরণ করে৷                         (শ্রীপ্রভাতরঞ্জন সরকারের লঘুনিরক্ত থেকে গৃহীত)