Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

এক ঃ ‘ইন্‌’ ধাতুর উত্তর কৃদর্থে ‘কন্‌’ প্রত্যয় করে ‘এক’ শব্দ নিষ্পন্ন হয়! ‘ইন্‌’ ধাতুর অর্থ হচ্ছে ‘চলা’৷ তোমরা সবাই ভালভাবেই জান যে মানুষ একই সঙ্গে ডাইনে বাঁয়ে সামনে-পেছনে চলতে পারে না---উত্তরে-দক্ষিণে পূর্বে-পশ্চিমে চলতে পারে না৷ তাকে একটি দিকেই সবসময় চলতে হয়৷ যে আঁকাৰাঁকা পথ বা সর্পিল পথ ধরে চলেছে সেও ঠিক একটি দিকেই চলে৷ তবে হ্যাঁ সে ঘন ঘন দিক পরিবর্তন করে ঠিকই৷ তাই চলার সঙ্গে থেকে থাকে যে কোন একটি দিকের ভাব৷ তাই এই চলার ভাব বা ‘এক’-এর ভাব অর্থাৎ ‘ইন্‌’ ধাতু থেকেই ‘এক’ শব্দটি এসেছে৷ ‘আঁকাৰাঁকা’-কে কথ্য ইংরেজীতে ৰলেzigzag ও ভাল ইংরেজীতেserpentine.Serpentine শব্দটি লাতিন serpent’ থেকে এসেছে৷ যার পথserpentine বাzigzag, সেও একই সঙ্গে ডাইনে বাঁয়ে দু’দিকে চলেনা৷ একটা বিশেষ মুহূর্তে সে একটা দিকেই চলে৷ তাই ‘ইন্‌’ ধাতু থেকে ‘এক’ শব্দটি তৈরী করে প্রাচীনকালের মানুষেরা ঠিক কাজই করেছিলেন৷ অনেকে মনে করেন ‘ই’ ধাতু থেকে ‘এক’ শব্দটি আসছে৷ কিন্তু তা যুক্তিসিদ্ধ নয়৷

একক ঃ এক+তদ্ধিতার্থে ‘কন্‌’= একক৷ ‘একক’ শব্দের কয়েকটিই মানে হয়৷ প্রথম মানে ‘একটি সংখ্যা’ অর্থাৎ যার ডাইনে বাঁয়ে অন্য কোন সংখ্যাবাচক চিহ্ণ নেই৷ ‘একক’ মানে একলা বা একাকীও হয়৷ ইংরেজীতে যাকে ইয়ূনিট ৰলি তার সম্বন্ধেও ৰাংলায় ‘একক’ শব্দের ব্যবহার করতে পারি৷ ব্যষ্টিগত personal) ও ‘দ্বিতীয় কারও সাহায্য না নিয়েও’, বা ‘নির্জনে’ Solitary) অর্থেও ‘একক’ শব্দের ব্যবহার চলতে পারে, যেমন একক প্রচেষ্টা৷

একঋক্‌থ ঃ এক+ঋচ+থকন= একঋক্‌থ৷ যার মানে, একই সম্পত্তির অধিকারী-- owner of the same property

 

একঘ্নী ঃ ভাবারাঢ়ার্থে ‘একঘ্নী’ মানে যা একজনকে হনন করতে সমর্থ, যোগারুঢ়ার্থে শক্তিশালী তির বা ৰন্দুক৷ অনুরূপভাবে ‘শতঘ্নী’ মানে ’’কামান*৷

একচক্র ঃ ভাবারঢ়ার্থে শব্দটির মানে, যে একটি চক্রই নিয়ে থাকে, যোগারাঢ়ার্থে ‘বিষ্ণু’

                                                                                                                ---শ্রীপ্রভাতরঞ্জন সরকারের লঘুনিরক্ত গ্রন্থ থেকে