মনের বিস্তার--- নব্যমানবতাবাদ
মানুষ মন প্রধান জীব৷ আগে ভাবে, তারপর সেই অনুসারে মানুষ কাজ করে৷ সেদিক থেকে দেখতে মনটাই আসল কর্তা, শরীরটা হল কাজের হাতিয়ার৷ হাতিয়ারকে যেমন ভাবে ব্যবহার করা হবে, তেমনিভাব কাজ হবে৷
এখন মনের সংকীর্ণতা হল মানব সমাজের অধিকাংশ সমস্যারই মূল কারণ৷ মন সংকীর্ণ হলে মানুষের সঙ্গে মানুষের দেখা দেয় স্বার্থের লড়াই৷ আপনজনের সঙ্গেও লড়াই াধে৷ মনের যতই বিস্তার হয়, ততই মনুষ্যত্বের বিকাশ হয়, সমাজে ততই দেখা দেয় সহমর্মিতা, সহযোগিতা ও শান্তি৷
- Read more about মনের বিস্তার--- নব্যমানবতাবাদ
- Log in to post comments