সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
গোয়ালা পাড়া ঃ নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর গোয়ালা পাড়া নিবাসী প্রবীন আনন্দমার্গী তথা বিশিষ্ঠ- শিক্ষাব্রতী শ্রীবলাই চন্দ্র বিশ্বাস গত ০৮/০২/২৫ রাত ১০টার সময় পরমপুরুষের স্নেহময় কোলে আশ্রয় নিয়েছেন৷ সংঘ জীবনে তিনি ছিলেন একজন ভালো মনের মানুষ, একজন ভক্ত মানুষ৷ সারা জীবন নানা প্রতিকুলতার সঙ্গে লড়াই করেও কখনো সংঘজীবনের আদর্শ থেকে বিচ্যুত হন নি৷
গত ১৬/০২/২৫ রবিবার তারিখে কৃষ্ণনগরের অন্তর্গত আনন্দনগর নিবাসী তাঁর একমাত্র কন্যা বিশিষ্ঠ মার্গীবোন শ্রীমতী লক্ষী মন্ডলের বাসগৃহে আনন্দমার্গের বিধি অনুসারে কৃষ্ণনগর ডিট(এল) তথা কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা-অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার পৌরহিত্যে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷
অনুষ্ঠানের শুরুতেই প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র কীর্তন মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপুজা, স্বাধ্যায় হয়৷ আনন্দমার্গ শ্রাদ্ধনুষ্ঠানের বৈশিষ্ঠ পর্যায়ে মূল্যবান আলোচনায় অংশ গ্রহন করেন বিশিষ্ঠ তাত্বিক তথা সুবক্তা শ্রীগোরাচাঁদ দত্ত৷ স্মৃতিচারণ করেন ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, বিশিষ্ঠ শিক্ষাব্রতী তথা বিশিষ্ঠ প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷
রাঘবপুর ঃ নদীয়া জেলার অন্তর্গত রাঘবপুরের তরুন মার্গীভাই শ্রী সুকান্ত বিশ্বাসের মাতৃদেবী শ্রমতী শশীরানী বিশ্বাস ১৪/০২/২৫ শুক্রবার বেলা ১১টা ৩০ মিঃ এর সময় পরমপুরুষের স্নেহময় কোলে আশ্রয় নিয়েছেন৷ তিনি ছিলেন একজন ভালো মনের মানুষ,একজন ভক্ত মানুষ৷ গত ২৩ /০২ /২৫ রবিবার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবের উপস্থিতিতে নদীয়া জেলার রাঘবপুরে তাঁর বাসগৃহে আনন্দমার্গের বিধি অনুসারে কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য্য পরাজ্ঞানানন্দ অবধূতের পৌরহিত্যে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র কীর্তন ,মিলিত ঈশ্বর প্রণিধান,গুরুপুজা, স্বাধ্যায় হয়৷ আনন্দমার্গের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রীগোরাচাঁদ দত্ত৷ ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস,কৃষ্ণনগর ইউনিট সেক্রেটারীশ্রীআনন্দ কুমার মন্ডল,শ্রীমনোতোষ মজুমদার, ভুক্তি কমিটির অন্যতম সদস্য শ্রীগৌরাঙ্গ মল্লিক প্রমুখ৷