সময় তোমার জন্যে তপস্যারত

Baba's Name
শ্রী শ্রী আনন্দমূর্ত্তিজী

একটা প্রদীপ থেকে মানুষ অজস্র প্রদীপ জ্বালাতে পারে৷ ঠিক তেমনি একটা মানব–দীপ  থেকে আমরা অজস্র মানব–দীপ জ্বালাতে পারি৷ এতে কারও মহত্ত্ব, শ্রেষ্ঠত্ব বা বাহাদুরী কমে না, বরং বাড়ে৷ এটা আনন্দের কথা তো বটেই, গৌরবেরও কথা যে, ইতিহাসের যে যুগসন্ধিতে  আমরা দাঁড়িয়ে আছি ঠিক এই ধরনের যুগসন্ধি এর আগে কখনও আসে নি৷ এর আগে পৃথিবীতে কখনও এত মানুষ ভালো হবার জন্যে একত্রিত হয়নি আর সমাজের, মানবতার তথা বিশ্বব্রহ্মাণ্ডের সেবার জন্যে এত মানুষ আগে কখনও আসেন নি৷

পূর্বানুমান (•prognosis—) আর নিদান (diagnosis) নামে দু’টি বিষয় আছে৷ এক হ’ল লক্ষ্মণ দেখে ৰোঝা যে কী হবে অর্থাৎ পূর্বানুমান আর অন্যটা লক্ষ্মণ দেখে ৰোঝা যে কী হয়েছিল৷ চিকিৎসকেরা রোগের লক্ষ্মণ দেখে নিদান করেন, ঠিক তেমনি পূর্বানুমান হ’ল কোনো লক্ষ্মণ দেখে ৰোঝা যে কী হতে পারে৷ এত মানুষ, এত ভালো মানুষ যারা ভালো হতে চায়, আমার ভাষায় এরা সবাই ভালো মানুষ৷ হতে পারে এদের মধ্যে কেউ কেউ আজ হয়তো ভালো নয়, কিন্তু ভালো হতে চাইছে, তাই একদিন ভালো হবেই৷ তাই এত যে ভালো মানুষ একত্রিত  হয়েছে, সেটা কিসের লক্ষ্মণ? পৃথিবীতে বড় একটা কিছু হবার লক্ষ্মণ৷ আর যে সব ভালো মানুষ নিজেদের সাধারণ মানুষ মনে করছে, তারা যেহেতু ভালো মানুষ, তাই তারাও অসাধারণ, আর এরাই অসাধারণ কাজ করতে পারবে৷ আজ পর্যন্ত ইতিহাসে যা হয়নি এমনটাই কিছু হবে......হবেই, আর এজন্যেই তোমরা সব একত্রিত হয়েছ৷

দেখ, মানুষ ‘কাল’–এর অপেক্ষায় থাকে না, ‘কাল’ই বরং মানুষের অপেক্ষায় থাকে৷ কারো মনে ভালো কাজ করার ইচ্ছা হলে তখনই করে ফেলা দরকার৷ ‘শুভস্য শীঘ্রম্ অশুভস্য কালহরণম্’৷ তাই, মানুষ ‘কাল’–এর বা সঠিক সময়ের প্রতীক্ষায় থাকে না, বরং সময়ই মানুষের প্রতীক্ষায় থাকে৷ ‘কাল’ দিন গুনতে থাকে কখন ভালো মানুষ পৃথিবীতে আসবে, কখন এত বেশী ভালো মানুষ পৃথিবীতে আসবে আর একত্রিত হয়ে কিছু বড় কাজ করবে৷ ‘কাল’ এই সময়ের তপস্যা করে, মানুষ ‘কাল’ এর তপস্যা করে না৷ ‘কাল’ যখন উপযুক্ত হয়, নিজেকে উপযুক্ত করে, তখনই ভালো মানুষ পৃথিবীতে আসে৷ ভালো কিছু অবশ্যই হবে৷ আর এত ভালো মানুষ যখন মিলিত হয়েছে, তার মানে ‘কাল’–এর জন্যে উপযুক্ত হচ্ছে বা হয়ে গেছে৷

তোমরা মন থেকে হীনম্মন্যতা দূর করে দাও, অতীতে কে কী ছিলে সেসব ভুলে যাও৷ অতীতের কঙ্কালকে জ্বালিয়ে দাও৷ তোমরা সবাই ভালো–মানুষ, ভালো ছেলে–মেয়ে–সবাই মিলিতভাবে বড় একটা কিছু কর৷ হাতে হাত মিলাও, তোমরা করতে পারবে৷ মানবতা তোমাদের জন্যে কাঁদছে, মানবতার অবদমন চলছে৷ মানবতাকে বাঁচাও, মনুষ্যত্বকে বাঁচাও৷ মনুষ্যত্ব বাঁচলে, মানবতা বাঁচলে আত্মারও উন্নতি হবে৷ তোমরা মিলিত হয়েছ মহৎ কাজের জন্যে৷ মিলিতভাবে ভালো কাজ কর৷ বাধা আসবে, কিন্তু এসব রাস্তার পাথর, লাথি মেরে পাথরকে সরিয়ে দাও, কাঁটাকে পথ থেকে সরিয়ে দাও–এগিয়ে চল৷ ডৰল মার্চ্চ করে এগিয়ে যাও৷ বাধা আসবে–চলেও যাবে৷ তোমাদের কাছে বাধা ভাইয়ের মত, এরা তোমাদের অগ্রগতিতে সাহায্য করার জন্যে৷ এর জন্যে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই৷ ভালো মানুষেরা যখন মিলিত হয়েছ, তখন ভালো কাজ, বড় কাজ অবশ্যই হবে৷ এগিয়ে যাও৷ জয় অবশ্যই হবে৷

(‘আনন্দবচনামৃতম্’, অষ্টবিংশ খণ্ড)