July 2020

এক ঝাক স্বপ্ন

রাম দাস বিশ্বাস

এক ঝাঁক স্বপ্ণ আকাশ ঘিরে

হাওয়া চিরে যায় ফিরে পাখিরা নীড়ে৷৷

উচ্ছ্বল ছল ছল নদী ধায় সাগরে

ঝড় ঝড় বারি ধারা ঝড়ে শুধু অঝোরে

নীলাকাশ নিঃসীম যায় হারিয়ে

আমার হৃদয়ে ভরা গানের ভীরে৷৷

ফুল হাসে অবিরাম

মধুময় অভিরাম

সুরভিতে মাতায় বিশ্ব

জানে না কি আছে তার

কার তরে সম্ভার

ঢেলে দিয়ে হয়ে যায় নিঃশ্ব

মাতাল মনটা কারে চায় কে জানে৷

কারতরে দশদিক ভরে সে গানে৷

আনন্দে হারা হিয়া আসে যে ফিরে

যখন রাগিনী জাগে মধুর নীড়ে৷৷

রামফল সিংয়ের কোষ্ঠী গণনা

যদিও জন্মকালের রাশি–লগ্ণের অবস্থিতি অনুযায়ী ব্যষ্টি ও রাষ্ট্রের ভাগ্য গণনা করাই প্রাচীনকালের প্রথা কিন্তু পরবর্ত্তীকালে করকোষ্ঠী বা ত্ন্ত্রপ্তপ্পন্ব্দব্ধব্জ্ এই বিদ্যাটি ভারতের পুরাতন বিদ্যা নয়৷ শাকদ্বীপী ব্রাহ্মণেরা বিদেশ থেকে এটি ভারতে এনেছিলেন৷ সমুদ্রের ওপার থেকে এদেশে এসেছিল, তাই এর নাম সামুদ্রিক বিদ্যা) শাস্ত্রের উদ্ভাবন ও প্রচলন হয়৷ নাম অনুযায়ী ও ব্যষ্টির সংস্কার সম্পর্কিত সংখ্যা অনুযায়ীও আরও পরবর্ত্তীকালে ভাগ্য গণনার কাজ শুরু হয়৷ স্ফটিক দর্শন ন্তুব্জম্ভব্দব্ধ্ত্রপ্ত, নখদর্শন ন্প্ত–ন্ধ্ত্রম্ভ্রনুন্ধগ্ প্রভৃতি  বিদ্যাগুলির প্রচলন হয়েছিল আজ থেকে প্রায় ৩০০০ বছর আগে৷ গণনা বিদ্যায় বা গণকের

স্বপ্ণের দৌড়-- পি.টি ঊষা

ভারতীয় মহিলাদের গর্ব ও নিজের অস্তিত্ব রক্ষার লড়াইতে বিজয়িনী, মহিলাদের নামের পাশে অবলা কথাটির  অর্থহীন করতে পেরেছিলেন একজন ভারতীয় মহিলা নাম তার পি.টি. ঊষা৷ তাই বলা হয়েছে স্বপ্ণের দৌড় পি.টি. ঊষা৷

ভারতীয় অ্যাথলেটিক্সের  ইতিহাসে ও বিশ্ববাসীর মুখে মুখে দৌড় বিখ্যাত নাম পি.টি ঊষা৷ এ বছরে ৫৬ বছরে পা রাখলেন ভারতীয় ট্রাক ফিল্ডের রানি৷ যিনি এশিয়ান গেমসের মঞ্চ থেকে দেশকে উপহার  দিয়েছিলেন ১১টি পদক৷

মালিঙ্গার বলে সস্কার করার ওপর নিষেধাজ্ঞা

বর্তমান করোনা বাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে আই.সি.সি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ক্রিকেট বলে কোনপ্রকার থুথু লাগানো চলবে না, নিয়ম না মানলে তাঁর পানিসমেন্ট বা পেনাল্টি হিসেবে অপনেন্ট টিমকে ৫ রান এক্সট্রা দিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে  বিখ্যাত শ্রীলঙ্কার বোলার মালিঙ্গার ক্রিকেট বল করার সময় বলে সস্কার করার অভ্যাস ছিল, অর্থাৎ  বলে চুম্বনের অভ্যাস ছিল অতয়েব আই.সি.সি নিয়মানুসারে মালিঙ্গার এই কার্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে বোর্ডের তরফ থেকে৷ অর্র্থৎ শুধু মালিঙ্গা নয়  আইসি.সির নতুন নিয়ম অনুযায়ী কোনও একজনকে  তাঁর রান আপের পদ্ধতি বদল করতে হবে ও বলে চুম্বনের প্রথা বন্ধ করতে হবে৷

আনন্দনগরে ফুটবল প্রশিক্ষণ শিবির

আনন্দনগর হাইস্কুলের উদ্যোগে আনন্দনগরে ১০-১৮ বছরের ছেলেদের বিভিন্ন গ্রুপে ভাগ করে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ এই প্রশিক্ষণ সারা বছর চলবে, গত ৫ই জুন প্রস্তুতি কমিটির মিটিং হয় আনন্দমার্গ হাইস্কুলে৷ একটি কমিটিও তৈরী হয় প্রশিক্ষণ শিবির পরিচালনার জন্যে৷

আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের ছাত্রের কৃতিত্ব

পশ্চিম ত্রিপুরা আনন্দমার্গ  স্কুলের নবমশ্রেণীর ছাত্র সৌনিকশঙ্কর রায়  লক্ডাউন চলাকালীন একটি অনলাইন প্রতিযোগিতায় প্রথম হয়েছে৷ গত ২২শে মে ত্রিপুরা সরকারের ত্রিপুরা বায়োসাইবার সিটি বোর্ড  ইন্টারন্যাশন্যাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভারসিটি উপলক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করে৷

বাঙালী চিকিৎসকের আন্তর্জাতিক সম্মান

দিল্লী এইমসের সার্জিকাল অঙ্কোলজির  অধ্যাপক  ডাঃ মকুর দীপি রায়৷ সম্প্রতি তিনি ক্যান্সার  আক্রান্তদের মানসিক অবসাদের  বিষয়টি নিয়ে গবেষণা করেন৷  ক্যান্সার  আক্রান্তদের জীবনের স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়, তারা হতাশায় ভুগতে থাকে৷

বেলাগাম সংক্রমণ রুখতে বিশেষ বিশেষ অঞ্চলে কঠোর লক্ডাউন

সংক্রমণ থামছে না, বরং দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ জনগণের বেপরোয়া চাল -চলন ও সচেতনতার অভাব সংক্রমন বৃদ্ধির অন্যতম কারন৷ সংক্রমণ প্রভাবিত অঞ্চল এবার মানুষের চলা-ফেরায় কঠোর বিধিনিষেধে বাঁধছে রাজ্য সরকার৷

কলকাতা নেপাল ভবনে ‘আমরা বাঙালী’র স্মারকলিপি পেশ

কলকাতা ঃ গত ৩রা জুলাই কলকাতার নেপাল ভবনে ‘আমরা বাঙালী’র কেন্দ্রীয় সচিব শ্রী বকুলচন্দ্র রায়ের নেতৃত্বে নেপাল সরকারের ভারত বিরোধী কার্য্যের প্রতিবাদে স্মারকলিপি পেশ করা হয়৷ তাঁর সঙ্গে ছিলেন দলের কয়েকজন কর্মী ও নেতা৷ কিছু তরুণ কলেজের ছাত্র ও ছাত্রা ছিলেন৷ রাজ্য সরকারের পুলিশ বাহিনী তাঁদের গ্রেফ্তার করে করে লালবাজারে নিয়ে যান  ও কয়েকঘন্টার পর মুক্তি দেন৷

কলুষ মুক্ত সমাজ গড়তে চাই আধ্যাত্মিক  শিক্ষা ও অনুশীলন

আচার্য সত্যশিবানন্দ অবধূ্ত

বর্তমানে শিল্প, সাহিত্য সংসৃকতি অর্থনীতি রাজনীতি--- সমাজের সর্বস্তরে চরম অবক্ষয় চলছে৷  প্রতিদিন পত্রপত্রিকায়  দুর্নীতি, মহিলাদের শ্লীলতাহানি, ধর্ষণ সহ নানান্ জঘন্য ধরনের অপরাধের খবর প্রকাশিত হচ্ছে৷ যখন কোন একটি জঘন্য ধরনের অপরাধের বা দুর্নীতির খবর বেরোয় বিভিন্ন সংবাদপত্রে বা বিভিন্ন প্রচার মাধ্যমে ওই বিশেষ অপরাধীর বিরুদ্ধে বিষোদগার করা হয়, বুদ্ধিজীবীরাও ওই অপরাধ কান্ডের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন৷ তারপর সবাই চুপচাপ৷ আবার পরদিন নোতুন অপরাধের  খবর বেরোয়, আবার ওই অপরাধীর বিরুদ্ধে সমালোচনায় সবাই তৎপর হয়ে ওঠেন৷