August 2021

আল্ট্রা ডেন্স ফরেষ্ট প্রোজেক্ট

 আনন্দনগরে  রুক্ষ-সুক্ষ কাঁকুরে মাটিতে সবুজের সমারহ ঘটাতে আনন্দনগরে আধুনিক বনসৃজন প্রকল্প আল্ট্রা ডেন্স ফরেস্ট প্রোজেক্ট রূপায়ন শুরু হয়েছে৷ প্রথম স্তরে আনন্দনগর অস্থি পাহাড়ে বিভিন্ন প্রজাতির কুড়ি রকমের চারাগাছ রোপন করা হয়েছে৷ আনন্দনগরে রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত বলেন---আমাদের দৃঢ় প্রত্যয় কয়েক বছরের মধ্যে এটি ঘন জঙ্গলে পরিণত হবে৷ ইতিমধ্যে আনন্দনগরে রকমারি সুন্দর সুন্দর পাখী ও ময়ূর-ময়ূরীর দেখা পাওয়া যাচ্ছে ৷ আগামী দিনে এদের সংখ্যা বৃদ্ধি পেয়ে আনন্দনগরে পরিবেশ ভারসাম্য বজায় রাখতে সহায়ক হবে৷

কৃষি সচেতন শিবির

গত  ৮ই জুলাই আনন্দনগরে কেন্দ্রীয় ফার্ম হাউসে আনন্দনগর সংলগ্ণ বিভিন্ন গ্রামের  কর্ষকদের নিয়ে একটি কৃষি সচেতন ও শিক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল আনন্দনগর সেন্ট্রাল ফার্ম হাউসে৷ স্থানীয় জয়পুর ব্লকের এগ্রিকালচারাল অফিসার শ্রী আশীষ ঘোষ অধিক ফলনের  উপায় কি ও সরকারের কি কি সাহায্য পাওয়া যাবে সেই বিষয়ে বিস্তারিত বলেন৷

শিবির শেষে ৮০জন কর্ষকের হাতে উচ্চ ফলনশীল সংশোধিত ভুট্টার বীজ তুলে দেওয়া হয়৷

ফাইনার্টস ভবনে অঙ্কনের ক্লাস শুরু

গত  জুলাই মাস থেকে আনন্দনগরে  ফাইনার্টস ভবনে শিশুদের নিয়ে অঙ্কনের ক্লাস শুরু হয়েছে৷ শুরুতে  ৭২ জন ছাত্র-ছাত্রা অঙ্কন ক্লাসে যোগ দিয়েছে৷

আনন্দনগরে সেমিনার

গত ৯,১০,১১ই জুলাই আনন্দনগর ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হয় আনন্দনগরে৷ সেমিনারে আচার্য সর্বেশ্বরানন্দ অবধূত ও আচার্য মোহনানন্দ অবধূত আনন্দমার্গ দর্শনের সামাজিক অর্থনৈতিক আধ্যাত্মিক বিষয়ের  ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয় ছিল--- সাধনা ও সম্যক জীবনাদর্শ, জীবনের সর্বক্ষেত্রে প্রয়োজন পুনর্জাগরণ, শুদ্র বিপ্লব ও সদ্‌বিপ্র সমাজ, জীবের পরাগতি৷

আনন্দনগর ভ্রমণ

গত  ৩রা ও ৪ঠা জুলাই  এল.আই.সির  দুজন এডমিনিষ্ট্রেটিভ অফিসার সহ তিনজনের একটি দল আনন্দনগর পরিভ্রমণ করেন৷ আনন্দনগরে বিভিন্ন প্রকল্প--- জল সংরক্ষণ, জলবন্ধন, বনসৃজন নবচক্র গুহা, মৃত আগ্ণেয়গিরি, ডায়নোসরের ফসিল ও আনন্দনগরের মনোরম দৃশ্য তাঁদের মুগ্দ করে৷ আনন্দমার্গের বিভিন্ন সমাজ উন্নয়ন প্রকল্পের সঙ্গে তাঁরা সামিল হতে ইচ্ছা প্রকাশ করেন৷

আনন্দনগরে চিকিৎসা শিবির

গত ২১শে জুলাই আনন্দমার্গ প্রচারক সংঘ আনন্দনগর হাসপাতাল প্রাঙ্গণে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করেছিলেন৷ আপার বাগলতা, লোয়ার বাগলতা ও  ভাগুডি গ্রাম থেকে প্রায় ১৩৯ জনের স্বাস্থ্যপরীক্ষা করা হয় ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়৷

গত ১৪ই জুলাই আনন্দনগর সংলগ্ণ শালগ্রামে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়৷ এখানে ১৬৬ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়৷ প্রয়োজনীয় ঔষধ, ভিটামিন, সিরাপ, মাক্স ইত্যাদি দেওয়া হয়৷ এই চিকিৎসা শিবিরের আয়োজন করেন আনন্দমার্গ প্রচারক  সংঘের  মেডিক্যাল সেক্রেটারী আচার্য ঋতবুদ্ধানন্দ অবধূত৷

হাওড়ায় অখণ্ড কীর্ত্তন

গত ১৮ই জুলাই হাওড়ার ভুক্তিপ্রধান শ্রী সুব্রত সাহার রানিহাটী বাসভবনে তিনঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ মহানামমন্ত্র কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ জেলার প্রায় দুই শতাধিক মার্গী ও ভক্তবৃন্দ কীর্ত্তনে যোগ দেন৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত পরিবেশন করেন---আচার্য সুবোধানন্দ অবধূত, অবধূতিকা আনন্দরূপলীনা আচার্যা ব্রহ্মচারিনী রত্নদীপা আচার্যা প্রমুখ৷ এরপর কীর্ত্তনানুষ্ঠান শুরু হয় কীর্ত্তন পরিচালনায় ছিলেন আচার্য স্বরূপ ব্রহ্মচারী, অবধূতিকা আনন্দ রূপলীনা আচার্যা, গুণাতীতা দত্ত মহাব্রত দেব প্রমুখ৷ কীর্ত্তন ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও আচার্য পরিতোষানন্দ অবধূত৷

নরেন্দ্রপুর শিশুসদনে স্বনির্ভর গোষ্ঠীর সাহায্য

গত ২৪শে জুলাই বনহুগলী ১নং  গ্রাম পঞ্চায়েতের  অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠী সোনারপুর উত্তর  বিধানসভার বিধায়িকা মাননীয়া ফিরদৌসি বেগমের উদ্যোগে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের নারী কল্যাণ বিভাগের দ্বারা পরিচালিত নরেন্দ্রপুর শিশুসদনে চাল,ডাল, আলু ও অন্যান্য খাদ্যসামগ্রী ও বই খাতা পেন, পেনসিল ইত্যাদি দিয়ে সাহায্য করেন৷৷ এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন শ্রীমতী সুচরিতা নস্কর৷

মিজো সাংসদের মন্তব্যকে ধিক্কার জানাল ‘আমরা বাঙালী’

শিলচর ঃ ‘আমরা বাঙালী’ সংঘটনের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্ত  এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন---সংবিধানের নামে শপথ নিয়ে যারা সংবিধান অবমাননা করে, হুমকির সুরে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখে, তাদেরকে সংবিধান অবমাননার দায়ে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্বে পড়ে৷

মিজোরামের সংসদ ভানলাল ভেনা ‘‘মিজোরামের মাটিতে  এলে সবাইকে মেরে ফেলব ও অসম পুলিশের জোয়ানরা ভাগ্যবান যে তারা প্রাণে বেঁচে ফিরেছেন’’ এই বলে যে মন্তব্য করেছেন,’’ আমরা বাঙালী দল তার এই উদ্ধত বক্তব্যের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে৷ আমরা  তাহার সংসদ পদ খারিজ করে তার বিরুদ্ধে দেশদ্রোহীতার অভিযোগ  এনে গ্রেফতার করার দাবি করছি৷

মিজো সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘আমরা বাঙালী’

গত ২৯শে জুলাই ২০২১ মধ্যমগ্রাম স্টেশনে অসম-মিজোরাম সীমান্তে মিজো সন্ত্রাসবাদী হামলা, মিজোদের হাতে ৬ অসম পুলিশ খুনের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করল ‘আমরা বাঙালী’ সংঘটন৷ কোভিড বিধি মেনে সীমিত সদস্যদের উপস্থিতিতে বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়৷ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সচিব শ্রী জ্যোতিবিকাশ সিন্‌হা, সাংঘটনিক সচিব জয়ন্ত দাশ, ছাত্র সচিব তপোময় বিশ্বাস, অরূপ মজুমদার, মোহন অধিকারী সহ বিভিন্ন নেতৃবৃন্দ৷ সভায় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন অবিলম্বে অসম-মিজোরাম সীমান্তে  সন্ত্রাস বন্ধ করতে কেন্দ্রীয় সামরিক বাহিনী মোতায়েন করতে হবে৷ ২০২০ থেকে বার বার মিজো সন্ত্রাসবাদীরা অসমের  কাছাড়ের বাঙালী অধ্যুষিত অঞ্চ