বর্ধমানে স্বাস্থ্য শিবির
গত ১লা আগষ্ট বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় আনন্দমার্গ ইয়ূনিবার্সাল রিলিফ টীমের মহিলা শাখার উদ্যোগে৷ এছাড়া এই উপলক্ষ্যে যোগ প্রশিক্ষণ শিবির ও ছাত্র-ছাত্রাদের খাতা পেন্সিল বিতরণ করা হয়৷ অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা ও স্থানীয় মার্গী ভাইবোনেরা৷