আমরা বাঙালীর বিপ্লবী ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন
গত ১১ই আগষ্ট কলকাতা বাগবাজার বাটারমোড়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস পালন করা হয় আমরা বাঙালী দলের পক্ষ থেকে৷ এদিন বাটার মোড়ে দলের কেন্দ্রীয় সচিব সহ অন্যান্য নেতৃবন্দ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর একটি সভায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী সহ বাঙলার বিপ্লবীদের অবদান স্মরণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ৷