September 2023

আমরা বাঙালীর বিপ্লবী ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালন

গত ১১ই আগষ্ট কলকাতা বাগবাজার বাটারমোড়ে বিপ্লবী ক্ষুদিরাম বসুর  আত্মবলিদান দিবস পালন করা হয় আমরা বাঙালী দলের পক্ষ থেকে৷ এদিন বাটার মোড়ে  দলের কেন্দ্রীয় সচিব সহ অন্যান্য নেতৃবন্দ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন৷ এরপর একটি সভায় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকী সহ বাঙলার বিপ্লবীদের অবদান স্মরণ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ৷

শিকাগোয় বিশ্ব ধর্মমহাসভায় বাঙালী বক্তা

বিগত ১৩০ বছর আগে প্রথম ধর্মমহাসভায় স্বামীজি যা বলেছিলেন সেই বক্তব্যই আবার আসছে শিকাগোর বিশ্বধর্মমহাসভায়৷ তিনি বলেছিলেন ---‘ধর্ম নির্বিশেষে সব মানুষের অধিকার রক্ষার কথা৷’ সেই কথাই আবার তুলে ধরেন বিশ্ব ধর্ম মহাসভার তরুণতম ট্রাস্টি কেহকাশন বসু৷ ‘‘কোনও বিশেষ ধর্মের হয়ে ঢাক পেটানো নয়, মানবধর্ম হিসেবে এক নিরাপদ, সুস্থায়ী ধরিত্রী গড়ার দায়বদ্ধতার কথাই আমরা বলছি৷’’ তিনি বাঙালি-কানাডিয়ান কেহকাশনের মা-বাবা টরেন্টোবাসী৷ ঠাকুমা, দিদিমা পশ্চিমবঙ্গের টালিগঞ্জ, বালিগঞ্জে বসবাস করেন৷

টানা কয়েকদিনের বৃষ্টির কারণে ধস নেমেছে হিমাচল প্রদেশে

কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে ধসে গেছে হিমাচল প্রদেশের বহু অঞ্চল৷ এই প্রাকৃতিক দুর্ঘটনায় নিহত হয়েছেন বহু মানুষ৷ ভেঙে পড়েছে বহু বাড়ি, রাস্তা৷ এ বছরের হিমাচলে  বর্ষা প্রবেশের পর থেকেই বিপর্যস্ত হয়েছে জনজীবন৷ বিশেষজ্ঞরা এই অতিরিক্ত বৃষ্টি কারণ হিসেবে  দায়ী করেছেন নিম্নচাপ অঞ্চলের অবস্থানকে৷

গত কয়েকদিনের বৃষ্টি ও ধসের কারণে হিমাচল প্রদেশের, মাণ্ডি, সোলান, শিমলা ইত্যাদি স্থানে বহু মানুষের মৃত্যু হয়েছে৷ এই পরিস্থিতিতে উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী৷

মাত্র কয়েক দিনের মধ্যেই চন্দ্রপৃষ্ঠে পৌঁছে যেতে পারে চন্দ্রযান-৩

চাঁদের কক্ষপথে প্রবেশ করেই গন্তব্যস্থলের ছবি তুলে ফেলেছে চন্দ্রযান-৩৷ একমাস হয়ে গেছে চন্দ্রযানের পৃথিবী থেকে রওনা হয়েছে৷ গত ১৪ই জুলাই শ্রীহরি কোটা থেকে রওনা হয়েছিল চন্দ্রযান-৩৷ এখন সে চাঁদের কক্ষপথে রয়েছে৷ তবে তফাৎ শুধু এটাই যে এখন সে তার লক্ষ্যের খুবই কাছাকাছি পৌঁছে গেছে৷ এখন শুধু আর মাত্র কটা দিনের অপেক্ষা তারপরই ছুয়ে ফেলতে পারবে চন্দ্রযান-৩ চাঁদের মাটি৷ সেখান কিছু ছবি পাঠিয়েছে চন্দ্রযান-৩ সেখান থেকে পৃথিবীরও একটা ছবি পাঠানো হয়েছে৷ ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে  চাঁদের পৃষ্ঠে থাকা গিরিখাত--- এডিংটন, পিথাগোরাস, অ্যারিস্টারকাস, রমন৷ দেখা যাচ্ছে পৃষ্ঠে থাকা ‘ওসিয়ানাস প্রোজেলেয়ারাম৷’ যাকে বিজ্ঞানী

আমাজন অরণ্যকে রক্ষা করতে  সম্মেলনে ঐক্যবদ্ধ আটটি দেশ

গত দু’দশক ধরে নিশ্চিহ্ণ হয়ে যাচ্ছে বৃহত্তম চিরহরিৎ অরণ্য আমাজন৷ যে জঙ্গলকে ‘পৃথিবীর ফুসফুস’ নামে আখ্যায়িত করা হয়েছে, সেই জঙ্গল দিনের পর দিন ধবংসের  পথে ধেয়ে যাচ্ছে৷ আর এই অরণ্য সংরক্ষণ করতে  আমেরিকার আটটি দেশের প্রতিনিধিরা দু’দিনের শীর্ষ সম্মেলনের শেষে যৌথ ঘোষণাপত্র প্রকাশ করেন৷

শিশুদের সর্দি–কাশিতে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতে অভিভাবকদের করণীয়

ডাঃ আলমগীর

শীত আসছে, হেমন্তের হাওয়া বইছে৷ ঋতু পরিবর্ত্তনের সময়৷ কখনও ঠাণ্ডা কখনও গরম৷ বিশেষ করে দিনে সূর্যে তাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাতাসের তাপ বেশ বৃদ্ধি পায়৷ কিন্তু, বিকেলের পর থেকেই কিছুটা ঠাণ্ডা বাতাস গায়ে লাগে৷ আবার ভোর রাতে বেশ ঠাণ্ডা অনুভূত হয়৷ এই রকম ঠাণ্ডা–গরম আবহাওয়ায় শিশুরা সহজেই সর্দি–কাশিতে আক্রান্ত হতে পারে৷ তাই এই সময় শিশুদের সুস্থ রাখতে বিশেষ যত্ন নেওয়া দরকার৷ এবিষয়ে অভিভাবকদের সচেতন থাকাও প্রায়োজন৷ সুতরাং এই ধরনের আবহাওয়ায় শিশুদের কি কি অসুবিধা হতে পারে ও সর্দি–কাশিতে আক্রান্ত হলে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে তা অভিভাবকদের জানা দরকার৷

অর্জুনের ছাল দন্ত ও মাড়ির বিভিন্ন প্রকার রোগের মহৌষধ

ছোটবেলা থেকেই দাঁত দুর্বল থাকলে, আর কিশোর–যুবা বয়সে দাঁতের যত্ন না নিলে, দাঁতের এনামেল ও দাঁতের ভেতরের অংশ ক্ষয়ে গিয়ে পরবর্ত্তীকালে গর্তের ন্তুত্র্লন্ব্ধম্ভগ্গ সৃষ্টি হয়৷ সেখানে খাদ্য–কণা জমে রোগ ৰীজাণুর জন্ম হয় ও তীব্র প্রদাহ–যন্ত্রণার সৃষ্টি করে৷ বয়স্কদের ক্ষেত্রে তখন দাঁতের ডাক্তারের কাছে দৌড়নো ছাড়া কোন উপায় থাকে না৷ টুথৰ্রাশের ব্যবহার ঠিকমত না জানার কারণে অর্থাৎ জোরে জোরে ৰ্রাশের ব্যবহার করলে দাঁতের এনামেল দ্রুত উঠে যেতে বাধ্য৷ কোন বহুল বিজ্ঞাপিত টুথপেস্টের ব্যবহারেও তা আটকানো যাবে না৷ পেয়ারা পাতার ঘন ক্কাথ তৈরী করে তা দিয়ে নিয়মিত ভাবে মুখ ধুলে বা দাঁত মাজলে দাঁতের রোগে ভাল ফল পাওয়া যায়

আলোর দেবতা

কৌশিক খাটুয়া

মম দৃষ্টিতে সবাই সমান

 কেহ নয় অভাজন,

সবাই আমার পরমাত্মীয়

 বন্ধু ও পরিজন৷

 

একই ধরায় জীবন মরণ

কান্না-হাসি সাদরে বরণ,

কেহ দূর নয় কেহ পর নয়

নাই কোনো বিভাজন৷

 

জ্যোতির্ময়ের জ্যোতিরালোকে

রবিও আহ্লাদিত,

রবির জ্যোতিতে শশীর উচ্ছ্বাস

জ্যোৎস্নায় ধরা প্লাবিত৷

 

মিটিমিটি করে তারারা আকাশে

জোনাকির আলো বনে,

আলোর দেবতা মগ্ণ রয়েছে

আলোর বিচ্ছুরণে৷

 

অসীম আধারে রয়েছি সবাই

কোনো কিছু কারো হারাবার নাই,

আপন সবাই প্রিয় বোন-ভাই

নাছোড়বান্দা চাটুকার

পৃথিবীর সব দেশেই, এমনকি সব শহরেই কিছু সংখ্যক খুশামুদে ও উন্নত মানের অনারারী

                মুসাহিৰ আছে৷ মাইনে পাওয়া মুসাহিৰদের চেয়েও অনারারী মুসাহিৰেরা আরও ৰেশী মুসাহিৰী করে থাকে৷ একটা গল্প বলি শোনো–

বিশ্বকাপের আগে বেন স্টোকসকে অবসর ভেঙে ফেরানো হতে পারে

গত চার বছর ধরে নিজের ঘরের মাটিতে দেশকে বিশ্বকাপ জেতানোর পিছনে যার মূখ্য ভূমিকা ছিল সেই বেন স্টোকস্‌ প্রায় এক বছর আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ ভারতে শুরু হওয়া বিশ্ব কাপের আগে সেই স্টোকসকেই অবসর ভেঙে ফেরানো হতে পারে৷ এমনই ইঙ্গিত দিয়েছেন ইংল্যাণ্ড৷ তারা জানিয়েছেন, স্টোকস্‌কে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের দলের অধিনায়ক জস বাটলারের উপর৷