আফ্রিকার কঙ্গোতে নববর্ষ ২০২৫ উদ্যাপন
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক নববর্ষ ২০২৫ উপলক্ষ্যে সুদূর আফ্রিকার Congo) কঙ্গোর Si-biti) সিবিটি শহরে তিন দিন ব্যাপী সাধনা শিবিরে প্রভাত সঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম’ অখণ্ড কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপুজা স্বাধ্যায় হয়৷ বিভিন্ন আধ্যাত্মিক আলোচনা, নারায়ণ সেবা,দীক্ষা দান, যোগাসন, ললিত নৃত্য, কৌশিকী নৃত্য ও তাণ্ডব নৃত্য পরিবেশন৷ এছাড়া অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল যা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তা হল সমাজে অবহেলিত Pygmie) পীগমি পরিবারদের মধ্যে খাদ্য বিতরণ পর্ব৷ পরমারাধ্য বাবা পিগমি দের জন্য খুব বলতেন৷ তারা সমাজে অবহেলিত, পিছিয়ে আছে৷ দুইদিন ধরে তাদের মধ্যে খাদ্য বি