লক্ষ্য / উপলক্ষ্য

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

‘লক্ষ্য’ মানে উদ্দেশ্য, অভিসন্ধি (Intention, goal, desideratum, culminating point) ৷ ‘লক্ষ্য’ বানানে ‘য’–ফলা দিতেই হবে৷ ওই রকম ভাবে ‘উপলক্ষ্য’ বানানে ‘য’–ফলা দিতেই হবে৷ ‘য’–ফলা না দিয়ে শুধু ‘লক্ষ’ লিখলে তার মানে দাঁড়াবে ‘লাখ’৷ ‘য’–ফলা না দিয়ে শুধু ‘উপলক্ষ’ লিখলে তার মানে দাঁড়াবে ‘লাখের কাছাকাছি’–তবে লাখের চেয়ে কম৷ আজকাল য’–ফলাবিহীন ‘উপলক্ষ’–এর ছড়াছড়ি দেখছি৷ শিক্ষকদের এ ব্যাপারে একটু নজর দেওয়া উচিত৷