বাংলাদেশে আনন্দমার্গের ত্রাণকার্য
সম্প্রতি বাংলাদেশের দিনাজপুর জেলার বীরগঞ্জে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টিমের (এ্যামার্ট ও এ্যামার্টেল) পক্ষ থেকে গত আগষ্ট মাসের ১৫ তারিখ থেকে বন্যাপীড়িতের মধ্যে ত্রাণকার্য চলতে থাকে৷ বীরগঞ্জ কলেজ , গালর্স ও বয়েজ হাই সুকল, ফিশারি আবাসন ইত্যাদি স্থানে অবস্থানরত তিন শতাধিক বন্যার্তদের মধ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়৷