January 2024

আমতায় তত্ত্বসভা

গত ২৩শে ডিসেম্বর,আমতা থানার ন’পাড়ায় বিশিষ্ট আনন্দমার্গী ভারতী কুন্ডুর বাসভবনে আনন্দমার্গ দর্শনের ওপর একটি তত্ত্বসভার আয়োজন করা হয়েছিল৷ এই সভায় বক্তব্য রাখেন আচার্য দেবেশানন্দ অবধূত৷ বেশ কয়েকজন যুবক আনন্দমার্গের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দীক্ষা গ্রহণ করেন৷

 

পাঁচলায় স্বাস্থ্য শিবির

গত ২৩শে ডিসেম্বর, হাওড়া জেলার পাঁচলা ব্লকের শ্যামচক গ্রামে আনন্দমার্গের জেলা শাখার উদ্যোগে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল৷ প্রায় শতাধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ দেন ডাঃ চাঁদমোহন পাল৷ শিবির পরিচালনায় সহায়তা করেন মদন দেব, জেলার ভুক্তি প্রধান সুব্রত সাহা, হারাধন পাল, মহাব্রত দেব প্রমুখ৷

 

পাঁশকুড়ায় মেধা অন্বেষন পরীক্ষা

গত ১৫ই ডিসেম্বর, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের রঘুনাথবাড়ি আনন্দমার্গ স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রাদের নিয়ে মেধা অন্বেষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ শতাধিক ছাত্র-ছাত্রা পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ পরীক্ষার আয়োজন ও ছাত্র-ছাত্রাদের আগ্রহ দেখে পশ্চিম মেদিনীপুর ভুক্তি কমিটির শিক্ষা সচিব রঞ্জিত ঘোষ ও সাংস্কৃতিক সচিব  বিশ্বদেব মুখার্জী অনুপ্রাণিত হয়ে আগামী দিনে পশ্চিম মেদিনীপুরেও অনুরূপ মেধা অন্বেষন পরীক্ষার পরিকল্পনা গ্রহণ করেন৷

 

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

গত ৩রা ডিসেম্বর, পাঁশকুড়ার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী অসিত পণ্ডিতের জ্যাঠাইমা শ্রীমতি অনিলা পণ্ডিত পরলোক গমন করেন৷ গত১১ই ডিসেম্বর তাঁর শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয় অসিত পণ্ডিতের বাড়িতে৷ কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর অনুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য সুবোধানন্দ অবধূত৷

 

যেমন খুশি সাজো প্রতিযোগিতা

গত ১২ই ডিসেম্বর, মেদিনীপুর শহরে কেরানীটোলা আনন্দমার্গ স্কুলে খুদে শিক্ষার্থীদের নিয়ে যেমন খুশি সাজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

নানা সাজে ছোট ছোট শিশু ছাত্র-ছাত্রাদের  আনাগোনা স্কুল প্রাঙ্গনকে রঙিন করে তুলেছে৷ দুই বিচারক মৌমিতা মণ্ডল ও মন্দিরা সাহা দুটি বিভাগ থেকে সেরা ছয়জন প্রতিযোগীকে বেছে নেন৷ বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতা ও যেমন খুশি সাজো প্রতিযোগিতায় সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিযোগিতা শেষে৷ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেই পুরস্কৃত করা হয়৷

 

আগরতলায় প্রাউট প্রশিক্ষণ শিবির

গত ৯-১০ই ডিসেম্বর, ইয়ূনিবার্র্সল প্রাউষ্টিট স্টুডেন্ট ফেডারেশন ও ইয়ূথ ফেডারেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে প্রাউট প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় কলেজটিলা আনন্দমার্গ আশ্রমে৷ দুইশতাধিক ছাত্রযুব প্রশিক্ষণ শিবিরে যোগ দেন৷ প্রশিক্ষক ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের সেক্রেটারী জেনারেল আচার্য কল্যাণেশ্বরানন্দ অবধূত, গৌরাঙ্গরুদ্র পাল, দানীশ পাল প্রমুখ৷ শিবিরে আলোচনায় প্রাউটের সামাজিক অর্থনৈতিক বিষয় ছাড়াও ছাত্র-ছাত্রাদের নৈতিক মান ও  চরিত্র গঠনের ওপর জোর দেওয়া হয়৷

আনন্দমার্গে চর্যাচর্যবিধি মতে বৈপ্লবিক বিবাহ

গত ১৫ই ডিসেম্বর কলকাতা চেতলা নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীগোপাল রায় চৌধুরীর একমাত্র পুত্র মৃত্যুঞ্জয় রায় চৌধূরীর সহিত বেহালা শিবরামপুর নিবাসী তরুন দাসের কন্যা তানিয়া দাসের শুভপরিণয় আনন্দমার্গ চর্যাচর্য বিধি মতে সুসম্পন্ন হয়৷ বিবাহ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল ঠাকুরপুকুর ক্ষুদিরামপল্লী আনন্দমার্গ জাগৃতিতে৷ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরোহিত্য করেন আচার্য অভিব্রতানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷

 

হুগলীতে অখণ্ড কীর্ত্তন

গত ৩রা ডিসেম্বর হুগলী জেলার তারকেশ্বরের আলাটি গ্রামে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান ও স্বাধ্যায়ের পর আনন্দমার্গ দর্শন ও কীর্ত্তন মাহাত্ম্য বিষয়ে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ নারায়ণসেত্থবা দুঃস্থ মানুষের হাতে বস্ত্র বিতরণ করা হয়৷  অনুষ্ঠানে স্থানীয় পঞ্চায়েত প্রধান ও বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন৷ ১০ই ডিসেম্বর বাহির খণ্ডে ধনে খালি আনন্দমার্গ স্কুলের শিক্ষক শিবশেখর চ্যাটার্জীর বাসগৃহে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় ও নারায়ণ সেবা করা হয়৷ উভয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন অবধূতিকা আনন্দ মধূপর্ণা আচার্যা৷

 

মার্গীয়বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ

কলিকাতা নিবাসী সন্দীপন রায় ও অনন্যা সেনগুপ্ত রায়ের প্রথম পুত্রের শুভ অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান গত ১০ই ডিসেম্বর নরেন্দ্রপুর আনন্দমার্গ শিশুসদনে অনুষ্ঠিত হয়৷

অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত ও তিনঘন্টা অখণ্ড ৰাৰা নাম কেবলম্‌ সিদ্ধমন্ত্র কীর্ত্তন পরিবেশিত হয়৷ এরপর মিলিত সাধনা ও স্বাধ্যায়ের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷ বৈদিক মন্ত্র পাঠের পর নবজাত শিশুর মুখে পরমান্ন তুলে দেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, শিশুর মামা অগ্ণিবেশ সেনগুপ্ত ও উপস্থিত আত্মীয় পরিজনেরা৷ নবজাত শিশুর নাম রাখা হয় চিরায়ুষ্মান৷

 

চণ্ডীগড়ে এ্যামার্টের ত্রাণ

গত ২৪শে ডিসেম্বর,২৩ আনন্দমার্গ ইয়ূুনিবার্র্সল রিলিফ টীমের পক্ষ থেকে পঞ্জাবের চণ্ডীগড়ের মহালী জেলায় বিকাশনগর, নয়াগাঁও-এ ১২৫ জন দুঃস্থ মানুষদের হাতে কম্বল, চা ও  স্ন্যাকস্‌ দেওয়া হয়৷ এই ত্রাণ কার্যের পরিচালনায় ছিলেন রবিন্দর ঠাকুর, যশবীর, যশপাল, রাজেশ, পুনীত, পি,রমাকান্ত, মমতা, বাসু প্রমুখ৷