টেনিস জীবনের শেষ ম্যাচ খেললেন রাফায়েল নাদাল
নেদারল্যান্ডসের বোটিক ফান জান্ডশুপের বিরুদ্ধে৷ স্ট্রেট সেটে হেরে যান নাদাল৷ ম্যাচের পর কথা বলতে গিয়ে ভারী হয়ে এল গলা৷ থামলেন বেশ কয়েক বার৷ শেষ পর্যন্ত জানালেন, টেনিস খেলার প্রবল ইচ্ছা থাকলেও শরীর দিচ্ছে না বলে বাধ্য হয়ে সরে যাচ্ছেন৷
নাদালের হার এবং স্পেনের বিদায় নেওয়ার বিষয়টা মাথাতেই ছিল না মালাগার পালাসিয়ো দে ডিপোর্টেস এরিনার হাজার বিশেক সমর্থকের৷ ‘ভামোস রাফা’ শব্দে মুখরিত স্টেডিয়াম৷ নাদাল কথাই বলতে পারছিলেন না৷ সতীর্থেরাও তখন আবেগপ্রবণ৷ তাঁদেরও চোখের কোনায় জল৷ কষ্ট করে নিজেকে সামলাচ্ছিলেন নাদালও৷