ভাবজড়তার মায়া জাল
কুসংস্কার, অন্ধকারে শুধু অনুমানের ওপর ভিত্তি করে অন্ধবিশ্বাস, বহুদিনের পুরাতন কুভ্যাসের মানসিকতার অন্য নাম ‘‘ভাবজড়তা’’ বা ডগমা৷ একটা অজগর সাপ অনেকগুলি প্যাঁচে একজন মানুষকে জড়িয়ে ধরেছে, মাথাটা সবে মাত্র সাপের মুখে ঢুকেছে৷ মানুষটি নামে মাত্র বেঁচে আছে৷ এবার কল্পনা করুন যাবতীয় যুক্তি বুদ্ধিহীন অন্ধবিশ্বাসই ওই অজগর সাপ৷ ভাবজড়তাই যেন অজগরের মত বুদ্ধিকে গিলে নেয়, মানুষের তখন বেঁচে থাকা না থাকা সমান৷ সে অসহায়, আশাহীন, হতাশ৷ এমন সাপের (ভাবজড়তার) বিষয়ে সজাগ করতেই এই লেখার অবতারণা৷
- Read more about ভাবজড়তার মায়া জাল
- Log in to post comments