March 2020

আনন্দমার্গের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গত ২৪ ও ২৫শে ফেব্রুয়ারী বীরভূম জেলার সাঁইথিয়া কোলড়াগ্রামে মা সারদা আশ্রমে একটি অনুষ্ঠানে আনন্দমার্গকে আমন্ত্রণ জানানো হয় মার্গের আদর্শ ও দর্শন বিষয়ে আলোকপাত করার জন্যে৷ ২৪ তারিখে ওই আলোচনা সভায় আনন্দমার্গ দর্শনের আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে বক্তব্য রাখেন  অবধূতিকা আনন্দরঞ্জিতা আচার্যা, আচার্য দেবপমানন্দ অবধূত ও শ্রী রামদাস বিশ্বাস প্রমুখ৷

২৫ তারিখ সন্ধ্যায় শান্তিনিকেতনের রেঁণেসা আর্টিষ্ট এ্যাণ্ড রাইটার্স এ্যাসোসিয়েশন (রাওয়া)  প্রভাত সঙ্গীত অবলম্বনে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন উপস্থিত অতিথিবৃন্দদের৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী রবি গড়াই৷

জলপাইগুড়িতে শিক্ষক  প্রশিক্ষণ শিবির

গত ২৯শে ফেব্রুয়ারী ও  ১লা মার্চ জলপাইগুড়ি আনন্দমার্গ স্কুলে উত্তরবঙ্গের আনন্দমার্গস্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল৷

দু’দিন ব্যাপী ওই প্রশিক্ষণ শিবিরে আনন্দমার্গের নব্যমানবতা বাদী শিক্ষা,শিশু মনস্তত্ব ও শিক্ষার বিভিন্ন বিষয়ে মনোজ্ঞ আলোচনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও আচার্য তথাগতানন্দ অবধূত৷

কেশিয়াড়ীতে অখণ্ড কীর্ত্তন

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ী ব্লকের বিশিষ্ট আনন্দমার্গী কালিপদ জানার বাড়ীতে গত ৪ ও ৫ই ফেব্রুয়ারী ২৪ ঘণ্টা অখণ্ড ‘বাবানাম কেবলম’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ব্লকের মার্গী ভাইবোনরা সেখানে সমবেত হন৷ মিলিত কীর্ত্তনে সকলে ২৪ ঘণ্টা এক স্বর্গীয় আধ্যাত্মিক পরিবেশে অতিবাহিত করেন৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মাহাত্ম্য ও আনন্দমার্গ দর্শনের ওপর বক্তব্য রাখেন ডায়োসিস সেক্রেটারী আচার্য নিত্যতীর্থানন্দ অবধূত ও বিশিষ্ট মার্গী শ্রীবরুণ পাত্র৷

সাংস্কৃতিক অনুষ্ঠান

পূর্ব মেদিনীপুর বাকুলদা আনন্দমার্গ স্কুলে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ৮ই ফেব্রুয়ারী৷ প্রভাত সঙ্গীত, প্রভাত সঙ্গীত অবলম্বনে নৃত্য, নাটক ও নানা সুসংস্কৃতি মূলক অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত অভিভাবক-অভিভাবিকা ও স্কুলের শুভানুধ্যায়ীদের এক মনোজ্ঞ সন্ধ্যা উপহার দেন ছাত্রছাত্রারা৷

অনুষ্ঠানের মাঝে আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা ব্যবস্থা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য অভিব্রতানন্দ অবধূত৷

আন্দামান কলেজে আলোচনা সভা

পোর্টব্লেয়ার : গত ২রা মার্চ পোর্টব্লেয়ার আন্দামান কলেজের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷ এই সভায় ‘বর্তমান সমাজের সার্বিক অবক্ষয় থেকে উত্তরণের পথ’ শীর্ষক বিষয়ে আলোচনার জন্য আনন্দমার্গ প্রচারক সংঘের প্রবীণ সন্ন্যাসী আচার্য প্রসূণানন্দ অবধূতকে আমন্ত্রণ জানানো হয়৷ তিনি তাঁর বক্তব্যে ছাত্রছাত্রাদের সামজে শিক্ষা, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতির ক্ষেত্রে অবক্ষয়ের চিত্রটি তুলে ধরেন৷ তিনি বলেন সমাজে সৎ, নীতিবাদী, আদর্শ মানুষের অভাব৷ জীবনের সর্বক্ষেত্রেই মূল্যবোধের অভাব সমাজকে পঙ্কিলাবদ্ধ করে দিয়েছে৷ এই ক্ষয়িষ্ণু সমাজকে পঙ্কিলমুক্ত করতে হলে চাই সৎ, নীতিবাদী, আদর্শ মানুষ৷ একমাত্র আধ্যাত্মিক জীবনচর্য

আন্দামানে আলোচনা সভা

গত ১৫ই ফেব্রুয়ারী পোর্ট ব্লেয়ার আন্দামান-নিকোবর হার্বার ওয়ার্কস্-এর অফিসের প্রায় শতাধিক কর্মীকে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনার বিষয় ছিল মানসিক চাপ থেকে মুক্তি৷ এই আলোচনা সভায় আনন্দমার্গের বরিষ্ঠ সন্ন্যাসী আচার্য প্রসূণানন্দ অবধূত স্ট্রেস ম্যানেজমেণ্টের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন বর্তমানে সমাজে বেশীরভাগ মানুষ মানসিক চাপে ভোগেন৷ তার ফলে নানা রোগে আক্রান্ত হন৷ চাপ কাটানোর সব থেকে ভাল উপায় যোগ সাধনা৷ নিয়মিত যোগাভ্যাসে চাপ থেকে যেমন মুক্তি পাওয়া যায় ও আনন্দময় জীবন লাভ করা যায়৷ তাঁর বক্তব্য উপস্থিত সকলে উচ্ছ্বসিত প্রশংসা করেন৷

বাক্সীতে নীলকণ্ঠ দিবস

প্রতি বছরের মত এবারেও হাওড়া বাক্সীর শ্রীচাঁদমোহন পালের বাড়ীতে নীলকণ্ঠ দিবস উদ্যাপন করা হয়৷ তিন ঘণ্টা অখণ্ড বাবানাম কেবলম কীর্ত্তনের পর সাধনা ও স্বাধ্যায় শেষে এই বিশেষ দিনের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ দূ্যতিময়া আচার্যা, আচার্য শুভপ্রসন্নানন্দ অবধূত, বকুল রায় প্রমুখ৷ অনুষ্ঠান শেষে দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় ও নারায়ণ সেবাও করা হয়৷ অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন শ্রীচাঁদমোহন পাল, আচার্য শুভব্রত ব্রহ্মচারী ও অবধূতিকা আনন্দ রূপালীনা আচার্যা৷ এছাড়াও ছিলেন অবধূতিকা আনন্দ রত্নদীপা আচার্যা, শ্রীদেশবন্ধু মাইতি, অমিয় পাত্র প্রমুখ৷

বিরাটীতে অখণ্ড কীর্ত্তন

গত ২৯শে ফেব্রুয়ারী উত্তর ২৪ পরগণার বিরাটী নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী দিলীপ বিশ্বাসের বাড়ীতে তিন ঘণ্টা ব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ বিকাল ২.৩০ থেকে সন্ধ্যা ৫.৩০ পর্যন্ত এই কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন অবধূতিকা আনন্দ কীর্তিলেখা আচার্যা ও দীপক দাস৷ স্বাধ্যায় করেন ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস৷

কীর্ত্তন শেষে কীর্ত্তন মাহাত্ম্য সম্পর্কে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ দীপ্তা আচার্যা, অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, কমল হালদার প্রমুখ৷

বসিরহাটে অখণ্ড কীর্ত্তন

গত ১লা মার্চ বসিরহাট নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী নির্মল সরকারের বাড়ীতে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন শ্রীহরলাল হাজারী, শ্রীকুমুদ দাস ও অবধূতিকা আনন্দ নীতিশুধা আচার্যা৷ কীর্ত্তন শেষে কীর্ত্তনের মাহাত্ম্য ও ভক্তিরস বিষয়ে বক্তব্য রাখেন উত্তর ২৪ পরগণার ভুক্তিপ্রধান শ্রীসন্তোষ বিশ্বাস৷ জেলার শতাধিক মার্গী ভাইবোন এই কীর্ত্তন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন৷

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

হুগলী জেলার শ্রীরামপুরে চাতরা নিবাসী একনিষ্ঠ আনন্দমার্গী ও শ্রীরামপুর আনন্দমার্গ স্কুলের প্রথম প্রধান শিক্ষক শ্রীকৃষ্ণচন্দ্র সোম গত ২০শে ফেব্রুয়ারী ৭৬ বছর বয়সে পরলোকগমন করেন৷ তাঁর সহধর্মিনী, এক পুত্র ও এক কন্যা বর্তমান৷ গত ২৮শে ফেব্রুযরী ২০২০ শুক্রবার চাতরার বাসভবনে মার্গীয় চর্যাচর্য বিধি অনুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সুসম্পন্ন হয়৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী আচার্য অভিব্রতানন্দ অবধূত৷ প্রয়াত কৃষ্ণচন্দ্র সোমের জীবন ও আদর্শ নিষ্ঠা সম্পর্কে স্মৃতিচারণা করেন শ্রী প্রভাত খাঁ ও শ্রী প্রণবকান্তি দাশগুপ্ত মহাশয়৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রী প্রভাত খাঁ ও জ্যো