চাকদহে ব্লক লেবেলসেমিনার
গত ২৩শে এপ্রিল সকাল ১০টা থেকে ৮০ জনের অধিক সংখ্যক সদস্যের উপস্থিতি বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে নদীয়া জেলার শিমুরালী আনন্দমার্গ স্কুলে ‘‘চাকদহ ব্লক সেমিনার’ অনুষ্ঠিত হয়৷
শুরুতেই বিশ্ববন্দিত মহান দার্শনিক ও সঙ্গীতগুরু শ্রীপ্রভাতরঞ্জন সরকার রচিত সুরারোপিত প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র বাবা নাম কেবলম্ কীর্ত্তন পরিবেশন করেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, শ্রীমতী কাজল সরকার, অবধূতিকা আনন্দ অভীধ্যানা প্রমুখ৷ মিলিত সাধনা, গুরুপূজার পরে সেমিনার শুরু হয়৷