রবীন্দ্রনাথের রসিকতা
প্রখ্যাত নট শিশির ভাদুড়ি এসেছেন শান্তিনিকেতনে৷ উদ্দেশ্য রবীন্দ্রনাথের ‘গোড়ায় গলদ’ উপন্যাসটির নাট্যরূপ নিয়ে যাওয়া৷ ‘গোড়ায় গলদে’র নাট্যরূপ লেখাই ছিল রবীন্দ্রনাথ সেটা পড়ে শোণালেন৷ কিন্তু পছন্দ হলো না শিশির ভাদুড়ির৷ রবীন্দ্রনাথ তখন নাটকটির পাণ্ডুলিপি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন৷ অবাক হলেন শিশির কুমার৷ যে রবীন্দ্রনাথের নিজের লেখার প্রতি এত মায়া তিনি কিনা নিজের লেখা নিজের হাতে ছিঁড়ে ফেললেন৷
সেদিনই রবীন্দ্রনাথ সারারাত ধরে নাটকটি ফের নতুন করে পুরোটা লিখলেন৷ পড়ে শোনালেন শিশির ভাদুড়িকে৷ শিশির ভাদুড়ি নাটক শুণে খুশি হলেন৷
- Read more about রবীন্দ্রনাথের রসিকতা
- Log in to post comments