নজরুলগীতির সুর বিকৃতির প্রতিবাদে মুখর ‘আমরা বাঙালী’
গত ১৮ই নভেম্বর গড়িয়াহাট মোড়ে ও গত ২৪শে নভেম্বর শ্যামবাজার মেট্রোর ১নং গেটের বিপরীতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে সম্প্রতি ‘পিপ্পা’ ছবিতে প্রখ্যাত সুরকার এ.আর.রহমানের দ্বারা বিদ্রোহী কবি ও সুরকার কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’-এই ঐতিহাসিক দেশাত্মবোধক গানটিকে শিল্পীদের দিয়ে বিকৃত সুরে গাওয়ানোর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷