December 2023

চিলড্রেন্স হোমে বস্ত্র বিতরণ

গত ২৫শে নভেম্বর, ২৩ সাপ্তাহিক ধর্মচক্রের শেষে আনন্দমার্গ চিলড্রেন্স হোমের ছেলেদের রেক্টর মাষ্টার আনন্দনগরের পক্ষ থেকে শার্ট বিতরণ করা হয়৷

 

আনন্দনগরে ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান

আনন্দমার্গ মিশনে বিভিন্ন প্রকারের আনন্দানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে৷ এইসব অনুষ্ঠানের ভেতর  দিয়ে আনন্দ-আহরণকারীরা প্রকারান্তরে নিজেদের শারীরিক, মানসিক তথা আধ্যাত্মিক উন্নতি বিধানের সুযোগ পায়৷ সামাজিক উৎসবের মধ্যে ‘ভ্রাতৃদ্বিতীয়া উৎসব’ কার্ত্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়বার পালিত হয়ে থাকে৷

ভ্রাতা জ্যেষ্ঠা ভগিনীর আশীর্বাদ, মঙ্গলতিলক ও কনিষ্ঠা ভগিনীর প্রণাম, চন্দন-মাল্যগ্রহণ করে আহার্য গ্রহণ করে থাকে৷ জ্যেষ্ঠা ও কনিষ্ঠা ভগিনীর আশীর্বাদ, মঙ্গল তিলক, চন্দন মাল্য দেওয়ার সময় বলেন ‘‘ভ্রাতা মে চিরায়ুর্ভবতু৷’’ (মন্ত্র তিনবার)

আনন্দনগরে রাতের আকাশ ও দিনে সূর্যের রূপ

গত ৮ই নভেম্বর,২৩ নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যাপক শান্তনু রায় ও এমএসসি মাইক্রোবায়োলজির পাঁচ ছাত্র-ছাত্রার (সুস্মিতার চ্যাটার্জী, অঙ্কিত কুমার ঘোষ, দিব্যেন্দু কুণ্ডু, শ্রীকান্ত মণ্ডল, অংশুমান ঘোষ) সহায়তায় ও তত্ত্ববধানে আনন্দমার্গ বয়েজ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রদের উন্নতমানের দূরবীক্ষণের যন্ত্রের মাধ্যমে দিনের আলোয় সূর্যের পর্যবেক্ষণ দেখানো হয়েছে৷ রাত্রিতে গ্রহ, নক্ষত্র ইত্যাদি কেমন দেখায় তার ছবিগুলো পাঠানো হলো৷

আনন্দনগরে রক্তদান শিবির

আমাদের শরীরে রক্ত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এটি শরীরের অন্যান্য সমস্ত কাজের জন্য দায়ী যা আমাদের বাঁচিয়ে রাখে৷ কিছু পরিস্থিতিতে আমাদের শরীরে রক্তের অভাব দেখা দেয় ও  নির্ধারিত সময়ের মধ্যে যখন এটি শরীরে স্থানান্তরিত করা না হয়, তখন মানুষ তার জীবন হারাতে পারে৷ রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না৷ শুধুমাত্র একজন মানুষই পারে আরেকজন মানুষকে বাঁচাতে৷

আনন্দনগরে দীপাবলী

গত ১৩ই নভেম্বর,২৩ দীপাবলী উপলক্ষ্যে সকালে শিশুসদনের ছেলেরা নগর কীর্ত্তন করে আনন্দরেখা ভবনে পাঞ্চজন্যে অংশগ্রহণ করে৷ পাঞ্চজন্য শেষে ৬ ঘন্টার অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তন, সকাল ৬টায় শুভারম্ভ হয়৷ ১২টায় কীর্ত্তন শেষে মিলিত ঈশ্বর প্রণিধান, গুরুপূজা, স্বাধ্যায় ও দীপাবলীর তাৎপর্য সম্বন্ধে আলোচনা হয়৷ শেষে সামুহিক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়৷

 

আনন্দনগরে আধ্যাত্মিক সাধনা শিবির

১লা নভেম্বর,২৩ থেকে শুরু হয়ে আনন্দনগরে একমাসের আন্তর্জাতিক চরম গভীরতাপূর্ণ ঐকান্তিক আধ্যাত্মিক সাধনা শিবিরের আয়োজন করা হয়েছিল৷ শিবিরে বিভিন্ন দেশের আধ্যাত্ম পিপাসু আনন্দমার্গীগণ ব্যষ্টিগত চরম আধ্যাত্মিক উন্নতি ও উপলব্ধির উদ্দেশ্য মিলিত হয়েছেন৷ আনন্দনগরের আধ্যাত্মিক পরিমণ্ডলে ব্যষ্টিগত নিত্য গুরুসকাস, আধ্যাত্মিক অনুশীলন, আসন ছাড়াও মিলিত প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, পাঞ্চজন্য, ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, সাত্ত্বিক প্রমিতাহার, তন্ত্রপীঠে সাধনা, সৎসঙ্গ ও সাধনা সংক্রান্ত আলোচনায় প্রত্যেকেই আপ্লুত৷

 

আনন্দমার্গ বয়েজ চিলড্রেন্স হোম

গত ৬ই নভেম্বর,২৩ পুরুলিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষা শ্রীমতি নীলাঞ্জনা পট্টনায়ক চ্যাটার্জী, অর্জুন মাহাত সহ কয়েকজন হঠাৎ করে আনন্দনগর বয়েজ হোমের ছেলেদের জন্যে খাদ্যবস্তু নিয়ে উপস্থিত হন ও তাদের বিতরণ করেন৷ গত ৪-৫ নভেম্বর,২৩ আনন্দমার্গ বয়েজ চিলড্রেন্স হোমের ছেলেদের সমুদ্র দেখা ও তৎসম্বন্ধিয় শিক্ষার উদ্দেশ্য দীঘা ভ্রমণ করা হয়৷

 

মহাকাশ সংক্রান্ত ভ্রমণ

গত ৫ই-৯ই নভেম্বর, কলকাতা থেকে নয়জনের একটি টীম অর্থাৎ নিউ ব্যারাকপুর আচার্য প্রফুল্লচন্দ্র কলেজের অধ্যাপক শান্তুনু রায় ও এমএসসি মাইক্রোবায়োলজির পাঁচজন ছাত্র-ছাত্রা ও বিধাননগর কলেজের অধ্যাপিকা রিনি রায়, সর্বজিৎ পাইন, অধ্যাপকদ্বয়ের পুত্র দিব্যজ্যোতি আনন্দনগরের রাতের আকাশ দেখা ও দিনে সূর্যের পর্যবেক্ষণ তৎসহ আনন্দনগরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে আসেন৷

আনন্দনগরে আনন্দমার্গ রিলিফ টিমের ত্রাণ

কেন্দ্রীয় ত্রাণ সচিব আচার্য দিব্যচেতনানন্দ অবধূত এক বার্র্তয় জানান---আনন্দমার্গ ইয়ূনূিবার্র্সল রিলিফ টিম আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে খাদ্যদব্য ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করে৷ ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল,ডাল, আলু, লবণ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এই রিলিফ টীমের পরিচালনায় ছিলেন আচার্য শুভপ্রসনানন্দ অবধূত৷

অবধূতিকা আনন্দ সেবাব্রতা আচার্যা ও ব্রহ্মচারিনী অমলিনা আচার্যার পরিচালনায় রিলিফ টিমের মহিলা শাখা দরিদ্র গ্রামবাসীদের কাছে ২০০টি কম্বল বিতরণ করে৷