সদ্বিপ্রের হাতে শাসন ক্ষমতা না এলে দেশটাই বাঁচবে না
ভারতের মতো অতি সাধারণ একটি দারিদ্র্য ক্লিষ্ট ১৪০কোটির মতো জনসংখ্যার দেশে যেখানে দীর্ঘ ৭৭ বছর গণতান্ত্রিক স্বাধীনতার দেশে আজ অধিকাংশ মানুষ প্রায় অর্দ্বভুক্ত অবস্থায় থাকেন সেখানে সাধারণ নির্বাচনে জনসমর্থন পেতে রাজনৈতিক দলগুলি যেভাবে অর্থ ও শক্তি ক্ষয় করছে৷ যাঁরা নির্বাচিত হয়ে শাসক ও বিরোধী দলের প্রতিনিধি জনগণের সমস্যা ও সমাধানের বিষয়গুলির সম্বন্ধে যেমনটি আন্তরিকতার সঙ্গে কাজ করা উচিত তা না করে কেবল পরস্পর শাসক ও বিরোধী দলের প্রতিনিধিগণ লোকসভা, বিধান সভায় এমন কি পঞ্চায়েতগুলির কার্যালয়ে উপস্থিত হয়ে চিৎকার ও কলহে লিপ্ত থেকে গুরুত্বপূর্ণ কাজের দিনগুলি নষ্ট করে নিজেদের প্রাপ্য গণ্ডা বুঝে স্বস্থানে