পরম পুরুষের আকর্ষণ
(গত ২৬শে সন্ধ্যায় আনন্দনগর ধর্মমহাসম্মেলনে রেণেশাঁ ইয়ূনিবার্র্স্যলের প্রেসিডেন্ট হিসেবে আচার্য কিংশুকরঞ্জনজীর ভাষণ ঃ আচার্য মোহনানন্দ অবধূত কর্তৃক অনুলিখিত ও সংক্ষেপিত)
ধার্মিক ব্যাষ্টির বৈশিষ্ট্য হল , সে সংশ্লেষণের পথ ধরে এগিয়ে যাবে৷ নিজে কেবল ধার্মিক ব্যষ্টি হলে যথেষ্ট নয়, তাঁর আচরণ যেন ধর্মসম্মত হয় তা দেখতে হবে ৷ নেতারা বিশ্লেষণের পথ নিয়ে চলে আর তা চলে স্বার্থপূর্ত্তির উদ্দেশ্যে৷ কিন্তু ধার্মিক ব্যষ্টি বা সাধক চলবে সেবা-মানসিকতা নিয়ে৷ এতে মানসিক শক্তির প্রচুর বিকাশ ঘটবে৷
- Read more about পরম পুরুষের আকর্ষণ
- Log in to post comments