জঙ্গল মহল আজও পরিবর্তন চায়
পঞ্চায়েত নির্বাচন শেষ হলো৷ জঙ্গলমহল এবার তৃণমূল দল থেকে বিজেপি দলকে বেশী পছন্দ করেছে৷ কেন? কী তার জবাব? উত্তর কারোর জানা নেই৷ প্রথমে কংগ্রেস, সিপিএম তারপর মাওবাদী এর পর তৃণমূল এখন বিজেপি দলকে সামনে এনে মুখের স্বাদ পরিবর্ত্তন করার একটা প্রবনতা স্থানীয় নেতাদের ইচ্ছা জাগে আর সাধারণ মানুষ ভেড়ার পালের মত তাঁদের পিছনে দৌড়ায়৷ (আমি ইচ্ছা করে রাঢ়ের বা জঙ্গলমহলের মানুষকে ভেড়া বলিনি৷ আমার গুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী খুবই শ্রদ্ধা করতেন আমিও করি৷ পরিস্থিতি বলতে বাধ্য করেছে)
- Read more about জঙ্গল মহল আজও পরিবর্তন চায়
- Log in to post comments