জীবন-পথে কঠিন ব্রতে
মানুষ পৃথিবীতে আসে সীমিত সময়ের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যপূরণের উদ্দেশ্যে ৷ শুধুমাত্র ভোজন , শয়ন , পর্যটনের মাধ্যমে গড্ডালিকা প্রবাহে ভেসে যাওয়া মানব জীবনের লক্ষ্য নয়, কারণ এই কর্মগুলিতো জীব-জন্তুরাও করে থাকে৷ তাহলে মানুষ আর জীব-জন্তুর মধ্যে পার্থক্য কোথায়? মানুষ ঈশ্বরের সর্র্বেত্তম সৃষ্টি, মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় তার মান ও হুঁশের প্রয়োগে৷ মানুষের মধ্যে রয়েছে বুদ্ধি, বিবেক ও বিচারশীলতা আর এইসকল গুণের প্রেরণায় ও প্রয়োগে জীবনকে পরিচালিত করাই মানুষের কর্ত্তব্য ৷ এর জন্য চাই কঠোর ও নিবিড় অনুশীলন, আত্যন্তিকী নিষ্ঠা৷ মানুষ যখন প্রথম ভূমিষ্ঠ হয়ে মাতৃক্রোড়ে লালিত-পালিত হয় তখন মাতৃস
- Read more about জীবন-পথে কঠিন ব্রতে
- Log in to post comments