বর্ত্তমান ভারতে রাজনীতির অভিমুখ
কথায় আছে রাজনীতি মানে রাজার নীতি, আবার অনেকে বলেন, রাজনীতি হলো নীতির রাজা৷ অর্থ যাই হোক, রাজনীতির উদ্দেশ্য হচ্ছে একটি ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থিত রাজ্য বা দেশের জনগণের সার্বিক উন্নতি ও মঙ্গল সাধনে একটি সুসংবদ্ধ পদ্ধতি অবলম্বন করে শাসকবৃন্দ বা নেতৃবৃন্দ সেই রাজ্য বা দেশ পরিচালনা করবে৷ জনগণের সার্বিক উন্নতি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন বা অন্ন-বস্ত্র--শিক্ষা-বাসস্থান-স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানই নয় , তাদের পরিপূর্ণ মানসিক ও আত্মিক বিকাশের জন্যে সুন্দর পরিবেশ সৃষ্টিরও বিশেষ প্রয়োজন৷ এই রাজনীতি শব্দটির আর্থিক বা ব্যবহারিক প্রয়োগ যেভাবেই হোক---‘‘নীতি’’ শব্দটি তার সঙ্গে স
- Read more about বর্ত্তমান ভারতে রাজনীতির অভিমুখ
- Log in to post comments