অমানবিক রেল

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

২৮ শে মে: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে রাজ্যে ফেরাতে রেল মন্ত্রক কোন দায়িত্ব নেয় নি। আর্থিক দায়ভার রাজ্যের। কিন্তু রেলমন্ত্রী এতটাই অপদার্থ, অমানবিক যে দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের জন্য সামান্য জল ও খাবার ব্যবস্থা পর্যন্ত করা হয়নি। নিদারুণ দুর্ভোগ সহ্য করে যাত্রীরা ঘরে ফিরছে। খাবার ও জলের অভাবে কেউ কেউ মারা যাচ্ছে।

পাটনা স্টেশনের একটি মর্মান্তিক দৃশ্য সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যাতে রেল মন্ত্রকের অমানবিকতার ছবি স্পষ্ট হয়েছে। ২৩ বছরের এক তরুণী আমেদাবাদ থেকে বিহারে ফেরার পথে পাটনা স্টেশনে নেমে ক্ষুধায় ক্লান্তিতে অসুস্থ হয়ে মারা যায়। সঙ্গের ছোট্ট শিশুটি মা ঘুমোচ্ছে মনে করে তার কাপড় ধরে টানছে। পাটনা রেল স্টেশনের এই মর্মান্তিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দিল্লি থেকে বিহারে ফেরার পথে ওই পাটনা স্টেশনেই দু বছরের একটি শিশু মারা গেছে। করোণা, লকডাউন, পরিযায়ী শ্রমিক সব রাজ্যের ঘাড়ে চাপিয়ে কেন্দ্র শুধু দাদাগিরি করছে।