আমরা পৃথিবীর---পৃথিবী আমাদের দেশ-

Baba's Name
শ্রী প্রভাতরঞ্জন সরকার

‘‘আমরা পৃথিবীর---পৃথিবী আমাদের দেশ---আরো ভালভাবে বলতে গেলে বিশ্বব্রহ্মাণ্ডই আমাদের দেশ৷ এই বিশ্বব্রহ্মাণ্ডের এক কোণে পৃথিবী নামে যে ছোট গ্রহটা আছে, সেই পৃথিবীর এক কোণে ৰাঙালী নামে যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীও অতীতের অন্ধকার থেকে এগোতে এগোতে তার অন্ধকারের নিশা শেষ হয়ে গেছে, তার জীবনে নোতুন সূর্যোদয় এসেছে৷ এবার তাকে এগিয়ে চলতে হবে৷....

এই যে ৰাঙালী নামধেয় জনগোষ্ঠী, একটা নয়, দুটো নয়, তের কোটি৷ সুতরাং মরণের ভ্রূকুটিকে উপেক্ষা করে এগিয়ে চলার মত প্রাণশক্তি তার যথেষ্ট আছে৷ ....হঠাৎ জেগে ওঠা নোতুন একটা বাউণ্ডারী পাওয়া রাষ্ট্রকেন্দ্রিক এই জনগোষ্ঠীটা নয়৷ এর রাষ্ট্রীয় কাঠামোর ভাঙ্গাগড়া অনেকবার হয়েছে কিন্তু জনগোষ্ঠীটা অনেক দিনের৷ আর অনেক দিনের পুরোনো বলেই এর ঐতিহাসিক অগ্রগতি হয়েছে ধাপে ধাপে৷ সে অনেক কিছু অনেকের থেকে নিয়েছে৷ অনেক কিছু অনেককে দিয়েছেও যে জন্য তার নিজস্ব পোষাক রয়েছে, মেয়েদের শাড়ী পরবার নিজস্ব পদ্ধতি রয়েছে, এর নিজস্ব পঞ্জিকা রয়েছে, ভাষা রয়েছে, লিপি রয়েছে, উচ্চারণ রীতি রয়েছে, একটা বিশেষ ধরণের সামাজিকতা রয়েছে৷ এতগুলো বৈশিষ্ট্য আমি যতদূর জানি, আর কোন জনগোষ্ঠীর নেই .... যে মানেতে ‘নেশন’ শব্দ ধরা হয় সে মানেতে এই জনগোষ্ঠী নেশনের বাড়তি আরও কিছু---নিজের দায়াধিকারও রয়েছে৷’’  

---শ্রীপ্রভাতরঞ্জন সরকারের বাংলা ও বাঙালী গ্রন্থ থেকে সংগৃহীত