শোকসংবাদ
রামপুরহাট ঃ বীরভূম জেলার রামপুরহাট শহরের অধিবাসী প্রবীণ আনন্দমার্গী উমাপদ মন্ডল গত ২৩শে সেপ্ঢেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷ মৃত্যুকালে তিনি দুইপুত্র, এক কন্যা ও ধর্মপত্নীকে রেখে গেছেন৷ তিনি ছিলেন একজন ভক্ত, সাধক ও সমাজসেবী৷ আনন্দমার্গীয় বিধিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়৷ ২রা অক্টোবর আনন্দমার্গীয় সমাজ শাস্ত্রানুসারে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান হয়৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে পৌরোহিত্য করেন আচার্য চিরঞ্জয়ানন্দ অবধূত৷ এই শ্রাদ্ধানুষ্ঠানে অবধূতিকা আনন্দ প্রজ্ঞাধীশা আচার্যা, ও আচার্য মিতাক্ষরানন্দ অবধূত উপস্থিত ছিলেন শ্রাদ্ধানুষ্ঠানের পর তাঁর স্মৃতিচারণ করেন আচার্য মিতাক্ষরানন্দ অবধূত, বিত্ত দত্ত প্