October 2017

ওড়িশার  ব্রহ্মপুর আনন্দমার্গ স্কুলে প্রভাত সঙ্গীত দিবস পালন

ওড়িশার ব্রহ্মপুর আনন্দমার্গ স্কুলে সাংস্কৃতিক  অনুষ্ঠানের  মধ্যদিয়ে প্রভাত সঙ্গীত দিবস পালিত হয়েছে৷ এখানে উল্লেখ্য ১৯৮২ সালের ১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীতের স্রষ্টা পরম শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার প্রভাত সঙ্গীত রচনা শুরু করেছিলেন৷

স্কুল প্রাঙ্গণে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ স্কুলের ছাত্র-ছাত্রাদের অভিভাবক অভিভাবিকা ছাড়া জনসাধারণ এই  অনুষ্ঠান দেখার জন্যে উপস্থিত হয়েছিলেন৷

বনগাঁ আনন্দমার্গ স্কুলে নূতন বস্ত্র বিতরণ

গত ২৫শে সেপ্ঢেম্বর বনগাঁ (চাকদা রোড) আনন্দমার্গ স্কুলে ৩৫০ জন দুঃস্থ মানুষের মধ্যে নূতন বস্ত্র বিতরণ করা হয়৷ এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় এম.এল.এ বিশ্বজিৎ দাস, প্রাক্তন এম.এল.এ. গোপাল শেঠ, গঙ্গানগর পঞ্চায়েতের উপপ্রধান জফর আলি মন্ডল প্রমুখ৷

বিশ্বজিৎ দাস মহাশয় তাঁর বক্তব্যে আনন্দমার্গের শিক্ষাপদ্ধতি  ও ত্রাণকার্যের  ভূয়সী প্রশংসা করেন ৷ তাঁর হাত দিয়ে বস্ত্র বিতরণ শুরু হয়৷ এরপর স্কুলের প্রিন্সিপ্যাল আচার্য সর্র্বনন্দ অবধূত , আচার্য বোধিসত্তানন্দ শিক্ষকগণ বস্ত্র বিতরণ করেন৷

কান্দিতে আনন্দমার্গের পক্ষ থেকে বস্ত্র বিতরণ

কান্দি ঃ আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় শাখার পক্ষ থেকে গত ২৪শে সেপ্ঢেম্বর কান্দি (মুর্শিদাবাদ) আনন্দমার্গ স্কুলে স্থানীয় দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় ৷ প্রায় ২০০ জন পুরুষ-মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেন  আনন্দমার্গের মুর্শিদাবাদ জেলার ভুক্তিপ্রধান অংশুমান ঘোষ, স্থানীয় আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষ আচার্য বিশ্বোত্তরানন্দ অবধূত, কৃত্তিলাল ঘোষ, মানস ঘোষ,প্রভাত চন্দ্র চন্দ্র প্রমুখ৷ 

অখণ্ড কীর্ত্তন

করিমগঞ্জ ঃ গত ২৫শে সেপ্ঢেম্বর অসমের  সাদারাশিতে  এখানকার  বিশিষ্ট আনন্দমার্গী অর্পণ চন্দের গৃহপ্রাঙ্গনের অখন্ড কীর্ত্তনের আয়োজন করা হয়৷  ‘ৰাৰা নাম কেবলম্’- এই অষ্টাক্ষরী মহামন্ত্রের অখন্ড নাম সংকীর্ত্তনে করিমগঞ্জ , সাদারাশি,  নয়াগ্রাম প্রভৃতি  এলাকার আনন্দমার্গীরা যোগদান করেন৷ কীর্ত্তন পরিচালনা করেন  আচার্য শুভ্রজ্যোতিষানন্দ অবধূত, আচার্য রাজীব ব্রহ্মচারী, তুষারকান্তি দাস, গীতা রায় প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত৷ সাধনা ও স্বাধ্যায়ের পর সাধনা ও কীর্ত্তন  মাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন আচার্য শুভ্রজোতিষানন্দ অবধূত ও  ডাঃ সুশীল রায় মহাশয়৷  সবশেষে নারায়ণ সেবায়  দুই শতাধিক মানুষকে আ

দঃপূঃ কলকাতায় আনন্দমার্গের সেমিনার

গত ১৪ই সেপ্ঢেম্বর দক্ষিণ-পূর্ব কলকাতার গড়িয়া আনন্দগমার্গ স্কুলে  আনন্দমার্গের  এক সেমিনার অনুষ্ঠিত হয়৷  এই সেমিনারে দক্ষিণ-পূর্ব-কলকাতার আনন্দমার্গের সাধক সাধিকাগণ সপরিবারে যোগদান করেন৷

এই সেমিনারে সহজভাবে প্রশ্ণোত্তরের মাধ্যমে সংক্ষেপে সুস্থ দীর্ঘ জীবন যাপনের পদ্ধতি, সাধনার  শাক্ত, বৈষ্ণব ও শৈব স্তর , শ্রীশ্রী  আনন্দমূর্ত্তিজীর  সামাজিক-অর্থনৈতিক  দর্শন  ‘প্রাউটের বহুমুখী পরিকল্পনা, আনন্দমার্গের ঈশ্বরকেন্দ্রিক দর্শনের শ্রেষ্ঠত্ব- এই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়৷  আলোচনা করেন আচার্য প্রদীপ দেব  ও অবধূতিকা আনন্দ প্রজ্ঞাপারমিতা আচার্যা৷

ময়ূরভঞ্জে আনন্দমার্গ সেমিনার ও সমাজসেবা

গত ৮,৯ ও ১০ই সেপ্ঢেম্বর ময়ূরভঞ্জ (ওড়িশা) জেলার বহলদাতে আনন্দমার্গের সেমিনার ও  চিকিৎসাশিবির  অনুষ্ঠিত  হয়৷  সেমিনারে  আনন্দমার্গের কুসংস্কারমুক্ত ধর্মসাধনা ও সর্র্বত্মক  সমাজসেবার আদর্শের ওপর বক্তব্য রাখেন  বিশুদ্ধাত্মানন্দ অবধূত ( সেক্টরিয়্যাল সেক্রেটারী), আচার্য সংযুক্তানন্দ অবধূত ও ব্রতনিষ্ঠানন্দ অবধূত৷ স্থানীয় হাইস্কুলেও যোগসাধনার ওপর বক্তব্য রাখা হয়৷ আনন্দমার্গের  কীর্ত্তন পরিক্রমা ও বর্ণাঢ্য মিছিল ও পথসভারও আয়োজন করা হয়৷ পথসভায়  বক্তব্য রাখেন আচার্য ব্রতনিষ্ঠানন্দ অবধূত, শ্রীকান্ত মাহান্ত, সুরেশ মাহাত প্রমুখ৷ তাঁরা আনন্দমার্গের  আদর্শসমাজ গড়ার কর্মযজ্ঞের ওপর বক্তব্য রাখেন৷  সঙ্গে সঙ্গ

 হাওড়া জেলায় আনন্দমার্গের সেমিনার ও তত্ত্বসভা

গত ১২ই সেপ্ঢেম্বর হাওড়া শিবপুর চ্যাটার্জী হাটে অবস্থিত  আনন্দমার্গের মহিলা বিভাগ পরিচালিত স্কুলে আনন্দমার্গের  এক সেমিনার  অনুষ্ঠিত  হয়৷ এই সেমিনারে আচার্য অভিব্রতানন্দ অবধূত আনন্দমার্গের আদর্শ সম্পর্কে আলোচনা করতে গিয়ে  বলেন, আনন্দমার্গের   আদর্শ হল- ‘আত্মমোক্ষার্থম্ জগদ্বিতায় চ’ --- আত্মার মুক্তি ও জগতের কল্যাণ ৷ প্রকৃতপক্ষে সমস্ত মানুষেরই এই আদর্শ৷ মানুষ যদি  এই আদর্শ থেকে  চ্যুত হয় তাহলে মানুষের  জীবন  হয়ে উঠবে  দিশাহীন, আর তখন  মানুষের  জীবনে বিপর্যয়  নেমে আসে৷ মানুষের  দিশাহীন জীবনের কারণেই  আজ  সমাজে  এত সমস্যা৷  এছাড়াও তাঁরা  আনন্দমার্গের  আদর্শ ও বহুমুখী সমাজসেবার  বিভিন্ন দিক নিয়ে

সুরানানকারে আনন্দমার্গের তত্ত্বসভা

 পাঁশকুড়া ঃ গত ৫ই সেপ্ঢেম্বর  পাঁশকুড়ার সুরানানকারে শ্রী রাধেশ্যাম  মন্ডলের বাসভবনে  এক তত্ত্বসভার আয়োজন করা হয়৷ তত্ত্বসভার শুরুতে প্রভাত সঙ্গীত , কীর্ত্তন ও মিলিত সাধনা অনুষ্ঠিত হয়৷  এরপর আনন্দমার্গের সাধনা ও কীর্ত্তনমাহাত্ম্যের ওপর বক্তব্য রাখেন শ্রী সুভাষ প্রকাশ পাল ও শ্রী বনমালী মন্ডল৷ তাঁরা বলেন, ঈশ্বর আমাদের মধ্যেই রয়েছে৷ সাধনা দ্বারা মনকে একাগ্র ও শুদ্ধ করলে অন্তরের  অন্তস্থলেই ঈশ্বর উপলদ্ধি হয় ও অপার আনন্দলাভ করা যায়৷

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অবধূতিকা আনন্দ সুধাকল্প আচার্যা৷

বিশ্বকাপে আন্তর্জাতিক মানের ফুটবল খেলছে ভারত

প্রথম ম্যাচে একটু এলোমেলো ফুটবল খেলে ভারত আমেরিকার কাছে ৩-০ গোলে হেরে যায়৷ দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিরুদ্ধে ভারত হারলেও একটি গোল করতে সক্ষম হয়েছে৷ এই ম্যাচে ভারত যে ফুটবল উপহার দিয়েছে তাতে আশা করা যায় ঘসা-মাজা হলে ভারত আন্তর্জাতিক মানের ফুটবল উপহার দিতে পারে৷ ভাগ্য সহায় হলে এই ম্যাচটা জিততেও পারত ভারত৷ ভারতের হয়ে গোল করেন জিকসন৷ প্রথমার্ধে  বরিস সিংয়ের সঙ্গে ওয়াল খেলে হুগলীর ছেলে অভিজিৎ সরকার যে শট কলম্বিয়ার গোলে রেখেছিলেন তা সরাসরি কলম্বিয়ার গোলকিপারের হাতে চলে যায়৷ একটি ডাইনে বা বাঁয়ে ওই শট থাকলেই গোল পেয়ে যেত ভারত৷ যাই হোক বিশ্বকাপে প্রথম সুযোগ পেয়ে ভারত যে খেলাটা খেলছে তা এককথায় অনবদ্য

তোমাদের পাশে আমরাও....

জার্মান দলের ফুটবলাররা গোয়ার অ্যাঞ্জেল চিলড্রেনস্ ভিলেজ আশ্রমে গিয়েছিলেন৷ আশ্রমের আতিথেয়তা তাদের খুব ভাল লেগেছে৷ জার্মান গোলকিপার লুকা আশ্রমের পরিবেশ আর প্রায় তাদেরই বয়সী ছেলেমেয়েদের হাসিমুখ দেখে খুব খুশী৷ জার্মান ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আশ্রমের ফাদারের হাতে তুলে দেওয়া হয়েছে ২ হাজার পাউণ্ড মানে দেড় লাখ টাকার কিছু বেশী৷