সাংঘাতিক!
বছর ১০-১২ আগে কেরলে মোবাইল চুরি করতে গিয়ে বিহারের একটি ছেলে ধরা পড়েছিল৷ কেরলের প্রথম শ্রেণীর দৈনিকে প্রথম পাতায় ছবিসহ ছাপা হয়েছিল বিহারী চোরো৷
আজ বাঙলায় বেআইনি অস্ত্র সরবরাহ থেকে ট্যাব কেলেঙ্কারি সবেতেই যোগ বিহারের৷ ভিন্ন প্রদেশে কোন অপরাধের সঙ্গে পশ্চিমবঙ্গের কেউ থাকলে বড় বড় করে প্রচার হয়--- বাঙলার যোগ৷ কিন্তু বাঙলার নেতা মন্ত্রী থেকে মিডিয়া পশ্চিমবাঙলায় ভিন রাজ্যের অপরাধীদের নিয়ে কোন কথা বলে না, বরং আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রাই কে, রায় বলে পরিচয় দেয়া হচ্ছে৷