আয়ু ফুরোনোর কথা ঘোষণা করবে এ.আই-এর ঘড়ি
কথায় আছে ‘জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে’৷ বিধাতার সেই নিয়ন্ত্রণের ওপর নাকি এ বার খোদকারি করতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা৷ আয়ু ফুরোনোর কথা এ বার ঘোষণা করবে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-এর একটি ঘড়ি৷ এআই-কে দিন দিন কী ভাবে আরও উন্নত করা যায়, তা নিয়ে বিভিন্ন দেশে চলছে নানা রকম গবেষণা৷ এই প্রযুক্তির নতুন সংযোজন হল ‘ডেথ ক্লক’৷ অর্থাৎ, এমন এক ঘড়ি, যা বলে দিতে পারে আপনার মৃত্যুর সম্ভাব্য দিনটি৷ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি এই বিশেষ অ্যাপে পাঁচ কোটি ৩০ লক্ষ মানুষের জীবনযাত্রা সংক্রান্ত বিভিন্ন তথ্য পুরে দেওয়া হয়েছে৷ ডায়েট, ব্যায়াম, স্ট্রেসের পরিমাণ, ঘুম সম্পর্কে প্রদত্ত তথ্য ব্যবহার করে মৃত্যুর সম্