বিএসএফ জওয়ানের হাতে শিক্ষক লাঞ্ছিত

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

মুর্শিদাবাদের গৌরীপুরের বাসিন্দা অসীম হালদার নিয়মিত প্রাতঃভ্রমণে বের হন৷ অসীমবাবু স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ প্রতিদিনের অভ্যাস মত ২৩শে নভেম্বর সকালেও তিনি ভ্রমণে বের হয়েছিলেন৷ শীত সেভাবে না পড়ায় অসীমবাবু সোয়েটার গায়ে না চড়িয়ে কোমরে বেঁধে নিয়েছিলেন৷ সীমান্ত এলাকায় টহলদারি বিএসএফ-এর চার জওয়ান অসীমবাবুকে দেখে পাচারকারী বলে সন্দেহ করে৷ ওদের মধে একজন অসীমবাবুকে ধরে অমানবিকভাবে প্রহার করতে থাকে৷ অসীমবাবু নিজের পরিচয় দেওয়া সত্ত্বেও তাঁর কথায় কান দেয়নি ওই জওয়ান৷ জওয়ানের লাঠির আঘাতে অসীমবাবুর মাথা ফেটে যায়৷ ঘটনাটি ঘটে জলঙ্গীর বিশ্বাস পাড়ায়৷

ঘটনার খবর গ্রামে পৌঁছাতেই গ্রামবাসীরা বেরিয়ে এসে রাজ্য সরক অবরোধ করে বসে৷ অসীমবাবুর স্ত্রী অঞ্জনা হালদার বিএসএফ-এর ওই চার জওয়ানের বিরুদ্ধে জলঙ্গী থানায় অভিযোগ দায়ের করেন৷ বিএসএফ-এর পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে৷