সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের তিন কারণ
বর্তমান সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ–পুঁজিবাদ, জড়বাদ ও মৌলবাদ৷ নৈতিক অধঃপতনের কারণও তাই৷ পুঁজিবাদ মূলতঃ আত্মস্বার্থের কথা বলে৷ আমার সুখটাই বড় কথা, অন্যের হোক বা না হোক৷ আমার লাভটাই বড় কথা, গরীব মানুষের দুর্দশা যতই হোক৷ ওঁদের তাত্ত্বিকরা তথা পুঁজিবাদের সমর্থক অর্থনীতিবিদরা ‘ট্রিকল ডাউন’ তত্ত্বের কথা বলেন৷ বলেন, ধনিক শ্রেণীর অর্থনৈতিক উন্নতি হলে তা চুঁইয়ে চুঁইয়ে পড়বে ও তাতে দরিদ্র মানুষেরও অর্থনৈতিক উন্নতি হবে৷ প্রণববাবু যখন অর্থমন্ত্রী ছিলেন, পুঁজিবাদী ব্যবস্থাকেই সমর্থন করে’ গেছেন৷ কিন্তু তিনি যখন রাষ্ট্রপতি হলেন, তখন তিনিই তাঁর ভাষণে বলেন, এই ‘ট্রিকল ডাউন’ তত্ত্বের দ্বারা গরীব মানু
- Read more about সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের তিন কারণ
- Log in to post comments