প্রাথমিক স্কুল খোলার সময় এসেছে
কোভিড পরিস্থিতির কারণে দেড়বছর স্কুল বন্ধ৷ শিশুরা গৃহবন্দি৷ অনলাইন ক্লাসে শিশুদের গৃহবন্দি দশা ঘোচে না৷ নয়া দিল্লির এইমসের ডিরেক্টর রণদীপ গুলোরিয়া প্রাথমিক স্কুল খোলার পক্ষে মত দেন৷ তবে তিনি বলেন যে সব এলাকায় কোভিড পজিটিভিটির হার পাঁচ শতাংশের কম সেখানে স্কুল খোলার সময় হয়েছে৷ গুলোরিয়া বলেন শিশুদের মধ্যে অ্যান্টিবডির পরিমাণ বেশী তাই শিশুদের সংক্রমণের সম্ভাবনা অনেক কম৷ তাই শিশুদের স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে ও সার্বিক উন্নয়নের জন্যেই স্কুল খোলা আবশ্যিক৷ তবে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই স্কুল খুলতে হবে৷ আই সি এম আয়ের সেরো সমীক্ষার প্রতিবেদনও স্কুল খোলার পক্ষে৷