মার্গীয় বিধিতে নামকরণ
হাওড়া শ্যামপুর ব্লকের সুলতানপুরে সেমিনার অনুষ্ঠান হয় গত ১লা মে৷ আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনা করেন মহাব্রত দেব৷ এই সেমিনারেই স্বতন্ত্র বৈতালিকের কন্যার নামকরণ ও মুখেভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দকৃষ্ণপ্রভা আচার্যা৷ অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন ভুক্তি প্রধান সুব্রত সাহা ও অবধূতিকা আনন্দরত্নপ্রভা আচার্যা৷