May 2022

মার্গীয় বিধিতে নামকরণ

হাওড়া শ্যামপুর ব্লকের সুলতানপুরে  সেমিনার অনুষ্ঠান হয় গত ১লা মে৷ আনন্দমার্গ দর্শন বিষয়ে আলোচনা করেন মহাব্রত দেব৷ এই সেমিনারেই স্বতন্ত্র বৈতালিকের কন্যার নামকরণ ও মুখেভাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দকৃষ্ণপ্রভা আচার্যা৷ অনুষ্ঠান পরিচালনায় সহযোগীতা করেন ভুক্তি প্রধান সুব্রত সাহা ও অবধূতিকা আনন্দরত্নপ্রভা আচার্যা৷

 

খোটির বাজারে সেমিনার

  গত ১০ই এপ্রিল হাওড়া খাটির বাজারে  একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গ দর্শন ও যোগাসনের ওপর আলোচনা করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ সেমিনার আয়োজন করেন হাওড়া ভুক্তি কমিটি ও স্থানীয় ইয়ূনিটের কর্মীরা৷ 

 

পাঁশকুড়ায় প্রাউট ভবনের উদ্বোধন

গত ১৭ই এপ্রিল পূর্বমেদিনীপুর ভুক্তির  প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের পক্ষ থেকে পাঁশকুড়া স্টেশন সংলগ্ণ বাজারে প্রাউট কার্যালয় ভবনের উদ্বোধন করা হয়৷ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের জেনারেল সেক্রেটারী আচার্য রবীশানন্দ অবধূত, আচার্য শিবপ্রেমানন্দ অবধূত ও ভুক্তিপ্রধান সুভাষ পাল প্রমুখ৷ ভুক্তিপ্রধান জানান--- পূর্ব মেদিনীপুর জেলায় প্রাউটের প্রচার প্রসারে এই ভবনটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে৷

মার্গীয়বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

 

গত ৮ই এপ্রিল পূর্বমেদিনীপুর জেলার রঘুনাথবাড়ী আনন্দমার্গ স্কুলের প্রধান শিক্ষক শ্রী সঞ্জিত বাগের পিতা শ্রী ক্ষুদিরাম বাগ পরলোক গমন করেন৷ গত ১৭ই এপ্রিল পরলোকগত ক্ষুদিরাম বাগের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিমতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় প্রভাত সঙ্গীত৷ এরপর কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর শ্রাদ্ধানুষ্ঠান শুরু হয়৷ অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ নবীনা আচার্যা৷

 

করোনার টিকা বাধ্যতামূলক নয়

টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না৷ কোভিড টিকা সম্পর্কিত একটি মামলায় দেশের শীর্ষ আদালত এই রায় দিয়েছে৷

করোনার টীকা বাধ্যতামূলক করার বিরুদ্ধে একটি পিটিশন শীর্ষ আদালতে জমা পড়ে৷ সেই মামলার শুনানি হয় গত ২রা মে৷  সেই মামলার  শুনানিতে শীর্ষ আদালত জানায় বর্তমান টিকা  নীতি অযৌক্তিক নয়৷ তবে টিকা নিতে কাউকে বাধ্য করা যাবে না৷ টিকা নিয়ে অসুস্থ হয়ে যাওয়ার বিষয়ে শীর্ষ আদালত বলে টিকা নিয়ে অসুস্থ হওয়া ব্যষ্টিদের  তথ্য সহকারে তালিকা তৈরী করতে হবে৷

পাট শিল্প বাঁচাতে সদিচ্ছা ও সুষ্ঠ পরিকল্পনা চাই

পাট শিল্প নিয়ে রাজনীতি তুঙ্গে৷ কেন্দ্রীয় শাসকদলের এক সাংসদ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই তোপ দাগচ্ছেন পাট শিল্পের সংকটের জন্যে৷ তাঁর অভিযোগ কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে পাটশিল্পের সমস্যা জিইয়ে রেখেছে৷ পাট শিল্প বাঁচাতে তিনি তার প্রাক্তন দলের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে থেকে আন্দোলনের হুমকি দিয়েছেন৷ রাজ্যের শাসক দলও জুট শিল্প বাঁচাতে আন্দোলনে নেমেছে৷ শাসক দলের শ্রমিক সংঘটনের অভিযোগ কেন্দ্রীয় সরকার চক্রান্ত করেই বাঙলার পাটশিল্পে সংকট তৈরী করেছে৷

মার্গীয় বিধিতে বিবাহ

গত ২৮শে এপ্রিল অসমে আমবাগান ধনেখোয়া ইয়ূনিটে আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্রী কল্যাণীয়া সীমা মণ্ডল ও পাত্র হরজ্যোতি বিশ্বাস৷ এই বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ উদিতা আচার্যা৷ অনুষ্ঠান পরিচালনা করেন ডিট সেক্রেটারী আচার্য অংশুমান ব্রহ্মচারী৷

অসীমানন্দ স্মৃতি দিবস

১৯৬৩ সাল আনন্দনগরের জন্মলগ্ণ থেকেই আনন্দমার্গের নিরলস ও নিঃস্বার্থভাবে শিক্ষা,উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করে যাওয়াকে একশ্রেণীর আদর্শহীন, স্বার্থান্বেষী, দুষ্ট প্রকৃতির, বিকৃতি মানসিকতার লোক ধারাবাহিকভাবে বাধাসৃষ্টি, হত্যা, লুটপাট, মিথ্যা অপপ্রচার করে, সরলমনা সাধারণ নিরীহ মানুষকে  বিভ্রান্ত করে, বিপথে চালিত করে আসছে৷ এরা মানুষের উন্নয়নের গতিকে শ্লথ করেছে ও করছে সাধারণ মানুষের প্রগতিকে একশত বৎসর পিছিয়ে দিয়েছে ও দিচ্ছে৷

রাধু সোরেন স্মৃতি দিবস

আনন্দমার্গের উদার ও সর্বজনীন সর্বাত্মক জীবনাদর্শ, শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর অভ্রান্ত নেতৃত্ব, এই জীবনদর্শনকে বাস্তবায়িত করার জন্যে একদল সুশৃঙ্খল ত্যাগী স্বেচ্ছাসেবক আজকের কায়েমী স্বার্থান্বেষীদের প্রতিক্রিয়াশীলদের কাছে বিপজ্জনক৷ তাই পাপচক্রীরা, মানবতার শত্রুরা মার্গের প্রতি মার্গের কর্মী ও অনুরাগীদের প্রতি অত্যাচার করেছে ও করে চলেছে৷ এরই উদাহরণ ডামরুঘুটু নিবাসী রাঁধু সোরেন৷ যিনি তথাকথিত সাঁওতাল সমাজকে কুসংস্কারমুক্ত নৈতিক ও আদর্শ ভিত্তিক তথা বিজ্ঞানভিত্তিক শিক্ষায় উদ্বুদ্ধ করে তুলেছিলেন৷ কিন্তু স্বার্থান্বেষী, দুষ্ট প্রকৃতি ও বিকৃতি মানসিকতা সম্পন্ন লোকেরা ১৯৯৫ সালে ৫ই এপ্রিল কোটশিলা থেকে ন

অখণ্ড কীর্ত্তন

কাটিয়া ঃ  ৩রা এপ্রিল কাটিয়া গ্রামে শ্রী মধু সিং ঘাটোয়ালের বাসভবনে তিনঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্‌’ নাম সংকীর্ত্তন ও নারায়ণ সেবা অনুষ্ঠিত হয়েছে৷

স্মৃতিসৌধে ঃ প্রতিমাসে তৃতীয় রবিবার বাবা স্মৃতি শৌধে তিনঘন্টা অখণ্ড নাম সংকীর্ত্তন ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ও মিলিত আহার ও নারায়ণসেবার সুসম্পন্ন হয়ে থাকে৷ আজ ১৭ই এপ্রিল,২০২২ নির্ধারিত অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়৷