পশু চিকিৎসা শিবির
১৮ই এপ্রিল,২০২২ আনন্দনগরের সিধি-জামরা অঞ্চলের জেল্যাডি গ্রামে আনন্দমার্গ গুরুকুল ভেটেরিনারি ইনষ্টিটিউটের পক্ষ থেকে পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ উক্ত শিবিরে বিভিন্ন পশুদের বিনামূল্যে চিকিৎসা করা হয় ও ঔষধ দেওয়া হয়৷
১৮ই এপ্রিল,২০২২ আনন্দনগরের সিধি-জামরা অঞ্চলের জেল্যাডি গ্রামে আনন্দমার্গ গুরুকুল ভেটেরিনারি ইনষ্টিটিউটের পক্ষ থেকে পশু চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ উক্ত শিবিরে বিভিন্ন পশুদের বিনামূল্যে চিকিৎসা করা হয় ও ঔষধ দেওয়া হয়৷
১লা বৈশাখ ১৪২৯ সাল অর্থাৎ ১৫ই এপ্রিল,২০২২ আনন্দনগর আমুস (আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল ষ্টোর) প্রাঙ্গণে বাঙলা নববর্ষ উদযাপন করা হয়৷ এই উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্’’ নাম সংকীর্ত্তন, মিলিত ঈশ্বর প্রণিধান, স্বাধ্যায়, নববর্ষের তাৎপর্য ও কর্তব্য ব্যাখ্যা শেষে মিলিত ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয়৷
আনন্দমার্গ আনন্দনগরের সব গ্রামের মহিলাদের আর্থিক স্বনির্ভর প্রকল্পের জন্যে জড়ি-জার্দুশি, মালা ও জ্যাম-জেলি, আচার, ডালের বড়ি ইত্যাদি কুটির শিল্পের ট্রেনিং, উৎপাদন ও বিপননের ব্যবস্থা নিয়েছে৷ কিছু ক্ষেত্রে উৎপাদিত দ্রব্য মজুতদারদের বিক্রির ব্যবস্থা রয়েছে৷ আমাদের উদ্দেশ্য সরাসরি পাইকারি ও খুচরো মার্কেটিং (বিক্রি) করা যাতে উৎপাদনকারীরা তাদের শ্রমের প্রকৃত মূল্য পেতে পারেন৷ ডামরুঘুটু ও চিৎমু গ্রামের মহিলাদের দিয়ে জড়ি শিল্পের যাত্রা শুরু হয়েছে৷ লেহেঙ্গা (ঘাঘরা) ছিল প্রথম বাণিজ্যিকভাবে উৎপাদন৷ এখন শাড়ির কাজ চলছে৷
গত ১৪ই এপ্রিল আনন্দনগরের কোটশিলা থানার অন্তর্গত বাঁশগড়ে আনন্দমার্গ কৃষি বিভাগের দ্বিতীয় ক্যাম্পাশের শুভউদ্বোধন উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন ও নারায়ণসেবার আয়োজন করা হয়৷
পঞ্চাশ একর জমির উপর এই প্রকল্পটি গড়ে উঠেছে৷ সম্পূর্ণ জমিটি প্রাচীর ব্যষ্টিত৷ এখানে তিন একর জমিতে মাল্টানেবুর চাষ করা হয়েছে৷ পরীক্ষামূলকভাবে আপেল গাছ লাগানো হয়েছে৷ আপেল গাছে ফুল ও ফল এসেছে৷ ড্রাগন, লিচু মিল্কফ্রুট, এপ্রিকট, রামবুটান ইত্যাদি ফলের গাছ পরীক্ষা মূলক হিসাবে লাগানো হয়েছে৷
আনন্দমার্গ গুরুকুল, আনন্দনগরের পরিচালনায় গত ১০ই এপ্রিল,২০২২ শম্ভূ নারায়ণ রায় স্মৃতি’’ পঞ্চম শ্রেণীর মেধান্বেষন ও বৃত্তি পরীক্ষায় আনন্দনগরের বিভিন্ন গ্রাম থেকে ২৫০ জন ছাত্র-ছাত্রা অংশগ্রহণ করে৷ পরীক্ষা উত্তীর্ণ প্রথম কুড়ি জনের নামের তালিকা প্রকাশিত করা হয়েছে৷ তাদের প্রত্যেককে এককালীন দু’হাজার টাকা ও শংশাপত্র ১৬ই মে,২০২২ গুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০১তম জন্মদিনে প্রদান করা হবে৷
সকলের অবগতির জন্যে জানাচ্ছি যে, আনন্দনগরের সার্বিক উন্নয়নকল্পে আগামী ৮ই মে ২০২২ রবিবার আনন্দনগর ডায়োসিসের সব ডিপার্টমেন্টের পঞ্চায়েত প্রমুখ, গ্রাম প্রমুখ, এলজি (লোক্যালগাইড) মহিলা বিভাগ, গার্লস ভলান্টিয়ার্স, ইয়ূনিট সেক্রেটারীদের একদিনের সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি আপনারা নিম্নোক্ত সময় সূচী অনুযায়ী অবশ্যই উপস্থিত থাকবেন৷
যাদের কাছে হোয়াট্স অ্যাপ নেই বা সোসাল মিডিয়ার সঙ্গে সংযোগ নেই, আমার আবেদন সম্মেলনের সংবাদটি সকলের কাছে পৌঁছে দিতে ও সম্মেলনের নিয়ে আসতে সহযোগিতা করবেন৷ সম্মেলনের স্থল, পাওয়ার হাউস৷
------------ আর.এম. আনন্দনগর
গত ১৫ই এপ্রিল বাঙলা নববর্ষের নব প্রভাতে মুর্শিদাবাদ জেলার কুরিচা গ্রামে প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সল এর পক্ষ থেকে একটি জলছত্র অনুষ্ঠানের উদ্বোধন করা হয়৷ বৈশাখ মাস ধরেই এই জলছত্র পরিসেবা চালু থাকবে বলে আয়োজকবৃন্দ জানিয়েছেন৷ জলছত্র অনুষ্ঠানে উপস্থিত থেকে ‘প্রাউট’ দর্শনের বিভিন্ন দিক নিয়ে মূল্যবান বক্তব্য রাখেন আচার্য বানীব্রত ব্রহ্মচারী ও কুরিচা গ্রামের তরুন সদস্য শ্রীনিতাই মণ্ডল৷ স্থানীয় গ্রামবাসী ও ‘প্রাউটিষ্ট ইয়ূনিবার্র্সলের’ সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সফল করে তুলেছেন৷
নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর সন্নিহিত ফকিরতলা আই.সি.ক্লিনিকে আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীমের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ এই মেডিকেল ক্যাম্পের উদ্যোক্তা ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের নারীকল্যাণ বিভাগের ফকির তলা ব্লক সেক্রেটারী শ্রীমতি শুক্লা বিশ্বাস মহাশয়া৷
ডাঃ তথাগত বিশ্বাস ও ডাঃ উৎপল সন্ন্যাসী মহাশয় যৌথভাবে স্থানীয় দুঃস্থ পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসা করেন ও হোমিওপ্যাথি ঔষধ বিতরন করেন৷ মেডিকেল ক্যাম্পটির অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে উপস্থিত সন্মানীয় অতিথি কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷
কৃষ্ণনগর সন্নিহিত নব রায়নগরে প্রবীনা আনন্দমার্গী দিদি শিপ্রা সরকারের বাসভবনে অখণ্ড কীর্ত্তন উপলক্ষ্যে ভি.এস.এস ও জি.ভি.এস.এস এর যৌথ উদ্যোগে একটি ‘আয়ুর্বেদিক মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ ডাঃ বিবেক জ্যোতি সারাদিন ধরে উক্ত গ্রামের দুঃস্থ মানুষদের চিকিৎসা করেন ও ঔষধ বিতরন করেন৷ তাঁকে এ কাজে পূর্ণ উদ্যমে সহযোগিতা করেছেন তাঁর সহধর্মিনী শ্রীমতি তনুকা সরকার৷ মেডিকেল ক্যাম্পটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সন্মানীয় অতিথি আনন্দমার্গের সন্ন্যাসিনী অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা৷
কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের যৌথ উদ্যোগে উক্ত বিদ্যালয় প্রাঙ্গনে বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ‘বাংলা নববর্ষ বরণ’ অনুষ্ঠান অনুষ্ঠিত হল৷ সকাল ৭টা -৩০মি. থেকে ১০-৩০মি পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানব মুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তনানুষ্ঠান, মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় এর মধ্যে দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ হয়৷