অসমে ভয়াবহ বন্যা, মৃত ১৯

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

সপ্তাহাধিক কাল ধরে  একটানা প্রবল বৃষ্টির ফলে অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ  রূপ নিয়েছে৷ অসমের  ৩৩টি জেলার মধ্যে ৩০টি বন্যা কবলিত৷

৩০ লক্ষের বেশি মানুষ ঘরছাড়া এপর্যন্ত ১৯ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে৷

 বানের তোড়ে ভেসে যাচ্ছে ঘরবাড়ী৷ কোথাও বা জলের ওপর দেখা যাচ্ছে শুধুমাত্র ঘরের চানা৷ তারই ওপর আশ্রয় নিয়েছে  মানুষ৷  কেউ বা উঁচু বাঁধে আশ্রয়  নিয়েছে৷

ব্রহ্মপুত্র নদীর পাশে অবস্থিত হওয়ার কাজিরাঙ্গা  জাতীয় উদ্যানেরও বেশির ভাগ জলের  তলায়৷ ফলে এখানকার বন্য পশুরাও বিপন্ন৷ ভাইর্যাল হয়ে যায় যাওয়া  একটি  ভিডিও-তে  দেখা যাচ্ছে, একদল  হরিণ এক গলা জলে প্রাণপণে ছুটছে উঁচু জমির সন্ধানে৷ কাজিরাঙার ৯০ শতাংশ জলমগ্ণ৷