ভারতের রাষ্ট্রভাষা হিন্দী নয়
হিন্দী ভাষা ভারতের রাষ্ট্রভাষা নয়, এ বিষয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ মামলা দায়ের করেন সমাজ কর্মী কল্যাণ কুমার বন্দোপাধ্যায়৷ তাঁর আইনজীবী অনিন্দ্য সুন্দর দাশ জানিয়েছেন, -তাঁর মক্কেল কেন্দ্রের কাছে আর টি আই করে জানতে চেয়েছিলেন ভারতে কোনও রাষ্ট্রীয় ভাষা আছে কী না--উত্তরে জানানো হয়, ভারতে কোনও রাষ্ট্রীয়ভাষা নেই৷ মামলাকারীর আইনজীবী জানান, ভারতীয় সংবিধানেও কোন রাষ্ট্রীয়ভাষার উল্লেখ নেই, অথচ শিশুদের বইতে হিন্দী ভাষাকেই রাষ্ট্রীয় ভাষা বলা হচ্ছে৷ এরফলে তাদের ভুল শিক্ষা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আইনজীবীরা৷ তাই এই বিষয়টি সংশোধন করতে রাজ্য ও কেন্দ্রকে নির্দেষ দেওয়ার জন্য হ