নেশা ছাড়ুন, নেশা ছাড়ান, নেশামুক্ত শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুন
আজকের আধুনিক সভ্য সমাজে সবচেয়ে বড় অভিশাপ হ’ল মাদকের নেশা৷ মাদক বলতে শুধু মদই নয় মদ, গাঁজা, আফিম, সিদ্ধি, ভাঙ্, ড্রাগ, হেরোইন, তামাক, গুটকা ইত্যাদি সব ধরণের উগ্র নেশাদ্রব্যকেই এককথায় মাদক বলা হয়৷ এ কথা হয়তো অনেকেই জানে না যে, যে কোন মাদকের নেশাই শরীর ও মনের পক্ষে কতটা ক্ষতিকর–
১৷ মাদকের নেশায় শরীর–স্বাস্থ্য নষ্ট হয়
১৷ লিভার, কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়
২৷ ক্যানসারের মত প্রাণঘাতী রোগের আক্রমণ ঘটে
৩৷ মস্তিষ্ক্ ও স্নায়ু দুর্বল হয়ে যায়
৪৷ বুদ্ধিভ্রষ্ট হয়, স্মৃতিশক্তি লোপ পায়