পশ্চিম বাংলার পূর্ণাঙ্গ বাজেট (ব্যয়মাত্রিকা) চমকপ্রদ হলেও স্থায়ী কোন আর্থিক সমস্যার সমাধান হবে না
সরকার চালাতে হলে প্রতিবছরের আয় ও ব্যয়ের উল্লেখ করে একটি বাজেট রাজ্য সরকারকে বিধানসভায় পাশ করিয়ে নিতে হয়৷ এ বছর এমন সময় বাজেট পাশ করাতে হচ্ছে যখন লোকসভার নির্বাচন আসন্য৷ তাই এই সময় ভেবে চিন্তে বিরোধী দলের শাসককে রাজ্যের বাজেট পাশ করাতে হচ্ছে যাতে লোকসভার নির্বাচনে দলের প্রার্থীগণ কিছুটা সুবিধা লাভ করতে পারে সেই আশায় ভর করে৷ কারণ নির্বাচন হলো রাজনৈতিক দলের কাছে এক বড়ো বালাই অস্তিত্বের৷ তাই এই বাজেট হয়েছে এমন বাজেট যা নাকি কল্পতরু বাজেট৷ যদিও সরকার চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে এগুচ্ছেন৷ কারণ কেন্দ্রের বিরোধী বিজেপি সরকার দল স্বার্থে রাজ্যকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করতেই যেন কেন্দ্রের ন্যায় সঙ্গত