লামডিং ও বর্ধমানে সেমিনার
গত ২৯,৩০ ও ৩১শে জানুয়ারী অসমে লামডিং ডায়োসিসে প্রথম স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে লামডিং ডায়োসিসের শতাধিক মার্গীভাইবোন উপস্থিত ছিলেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি তিনদিনের এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর আলোচনা করেন৷ আলোচ্য বিষয়গুলি ছিল---‘আধ্যাত্মিক অনুশীলনই সুচ্যগ্রস্তরে পৌঁছানোর পথ’, ‘স্বগত অভিভাবন ও পরগত অভিভাবন’, ‘সামাজিক মনস্তত্ব’ ও ‘অর্থনীতির চারটি ধারা’৷