February 2021

আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি

আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে রঞ্জি ট্রফি৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরু হওয়ার পর এবার রঞ্জি আয়োজিত হতে চলেছে৷ বিজয় হাজারে ট্রফি হবে না রঞ্জি হবে এই দোনামোনায় থাকার পর ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারি ভাবে না জানালেও  এইটুকু জানানো হয়েছে যে বিভিন্ন রাজ্য তাদের তৈরীর কথা ভাবতে শুরু করুক কারণ সামনের মাসেই রঞ্জির হবার সম্ভাবনা চূড়ান্ত৷ গত বুধবার রঞ্জি ট্রফির জন্য বাংলা দলও ঘোষণা করে দিয়েছে, এমনটাই জানিয়েছেন কোচ অরুণ লাল৷

পদ্মশ্রী সম্মানে সম্মানিত  বঙ্গকন্যা-মৌমা

১৯৯৭ সালে দেশের হয়ে বিশ্ব টেবিল টেনিসে খেলা শুরু মৌমার৷ ২০০৪ সালের অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেন৷ দ্বিতীয় অলিম্পিক্সে সুযোগ পান ১২ বছর পরে ২০১৬ সালে৷ পরের বছর বিশ্ব টেবিল টেনিসে মণিকা বাত্রাকে নিয়ে ডাবলসের কোয়ার্টার ফাইনালে ওঠেন৷ ২০১৮ কমনওয়েলথ গেমসে এই জুটি দেশকে রূপো এনে দেয়৷ আর তাই বাংলার মস্তকে আরও একটি পালক সুসজ্জিত হল৷ পদ্মশ্রী সম্মানে ভূষিত হন বাঙলার এই টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস৷

ভিক্টোরিয়ায় নেতাজী জয়ন্তীতে  অসভ্যতা - ক্ষুব্ধ ‘আমরা বাঙালী’

নেতাজী সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মদিনে নেতাজীর প্রতি শ্রদ্ধা জানাতে ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্রীয় সরকার৷ যেহেতু কেন্দ্রীয় সরকার আয়োজিত অনুষ্ঠান তাই আমন্ত্রিতরা বিশেষভাবে নির্বাচিত৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন৷ তিনি বলতে উঠতেই আমন্ত্রিতদের কয়েকজন অসভ্যের মত ‘জয় শ্রী রাম ধবনি’ দিতে শুরু করে৷ স্বাভাবিক ভাবেই মুখ্যমন্ত্রী প্রতিবাদ জানিয়ে বক্তব্য না রেখে বসে পড়েন৷

সরকারের পাতা ফাঁদে পা দিয়ে বেলাগাম কর্ষক আন্দোলন

গত ২৬শে জানুয়ারী কৃষি কালাকানুনের বিরুদ্ধে রাজধানীর বুকে কর্ষকদের ট্রাক্টর মিছিলে অশান্ত হয়ে ওঠে রাজধানী শহর৷ পুলিশের প্রতিরোধ ব্যর্থ করে লালকেল্লায় পৌঁছে যায় কিছু কর্ষক৷ সেখানে তাণ্ডবও চালায় তারা৷  তবে কর্ষক নেতাদের অভিযোগ শান্তিপূর্ণ কর্ষক মিছিলে অশান্তির আগুন জ্বালানোর পেছনে কেন্দ্রীয় সরকারেরই ষড়যন্ত্র আছে৷ লালকেল্লায় অশান্তির পেছনে অভিযুক্ত দ্বীপ সিধু বিজেপি সাংসদ সানি দেওলের খুবই ঘনিষ্ট বলে জানা গেছে৷ অশান্তি ছড়ানোর পেছনে যাদের মুখ্য ভূমিকা ছিল সেই কিষান মজদুর সংঘর্ষ কমিটিকেও অন্তরালে থেকে বিজেপি নেতারা নিয়ন্ত্রণ করে৷ কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত দিল্লী পুলিশ ও সরকারের সঙ্গে আপোষপন্থী কর

পেট্রল ডিজেলের রেকর্ড দাম বৃদ্ধি

২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে ভোট প্রচারে এক সন্ত বলেছিলেন ৫৪ টাকা পেট্রল চাও, না ৩৪ টাকায়? ৩৪ টাকায় পেট্রল চাও তো বিজেপিকে ভোট দাও৷ তারপর পাঁচ বছর পার করে দ্বিতীয়বার ক্ষমতায় বসেছে বিজেপি৷ কিন্তু ৫৪টাকার পেট্রল আর ৩৪ টাকায় কখনও নামেনি৷ এখন তো ৫৪ পার করে তার দ্বিগুণ দাম হতে চলেছে৷ কলকাতা শহরে পেট্রল প্রতি লিটার ৮৮ টাকার আসে পাশে---৮৭.৬৯টাকা৷ ডিজেলের দামও ৮০ পার করে কলকাতায় প্রতিলিটারের দাম ৮০.০৮ টাকা দেশের কোথাও কোথাও পেট্রল প্রতি লিটার ১০০ টাকায় ছুঁয়েছে৷

সুন্দরবনে বিলুপ্ত প্রায় ‘গ্রেটনট’

রাজ্য সরকারের বনদপ্তরের অধিনে রাজ্যে পরিযায়ী পাখি সুমারি চলছে৷ এই পক্ষি সুমারি এবারই প্রথম হচ্ছে রাজ্য জুড়ে৷ বন দপ্তর ছাড়াও কয়েকটি স্বেচ্ছাসেবক সংস্থা ও পক্ষী বিশারদ এই কাজে নেমেছে৷ ইতিমধ্যে উত্তরবঙ্গে পক্ষী সুমারির কাজ শেষ হয়েছে৷

খুলছে স্কুল

রাজ্য শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ২রা ফেব্রুয়ারী ঘোষণা করেন---আগামী ১২ই ফেব্রুয়ারী থেকে রাজ্যে সব ধরণের স্কুলে ক্লাস শুরু হবে৷ তবে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস চলবে৷ পরে ধাপে ধাপে অন্যশ্রেণীর ক্লাস শুরু হবে৷ ছাত্র-ছাত্রাদের সবরকম স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতে হবে৷ শিক্ষামন্ত্রী জানান স্কুলে এবার সরস্বতী পূজাও করা যাবে৷

 

সেস করবে শেষ

বাজেট প্রস্তাবে পেট্রল ডিজেলসহ বেশ কয়েকটি পণ্যের উপরে কৃষি সেস বসানোর কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ অর্থমন্ত্রী জানান কৃষি পরিকাঠামো ও উন্নয়নে সেস বসানো হয়েছে পেট্রোলে লিটার পিছু আড়াই টাকা, ডিজেল লিটার পিছু চার টাকা৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন--- পেট্রল ডিজেলের ওপর সেস বসানোয় আবার জিনিসের দাম বাড়বে৷ সেসের টাকা রাজ্য পায় না ওটা দিল্লী নিয়ে চলে যায়৷ এটা একেবারে নীলকর জিজিয়া করের ব্যবস্থা৷ এই সেস আপনাদের শেষ করে দেবে৷

আত্মনির্ভর নয়, বিলগ্ণিকরণের বাজেট - বেচারামের বাজেটে বঞ্চিত বাঙলা

ঘোষণায় আত্মনির্ভরতা, পরিকল্পনায় রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্ণিকরণ---এই হল দ্বিতীয় মোদি সরকারের তৃতীয় বাজেটের সারকথা৷ ১লা ফেব্রুয়ারী ২০২১-এর বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ঘোষণা করেন কেন্দ্রীয় রাষ্টায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্ণিকরণ করা হবে৷ কৌশলগত কারনে চারটি ক্ষেত্রে সামান্য অংশীদারিত্ব থাকবে সরকারের৷ অর্থমন্ত্রীর কথায় রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের জন্যে নির্দিষ্ট রোডম্যাপ তৈরী হয়েছে৷ নীতি আয়োগ ঠিক করবে কোন কোন রাষ্ট্রায়ত্ব সংস্থার বিলগ্ণিকরণ করা হবে৷ তবে ২০২১-২২ সালের জন্যে সরকারের তালিকায় আছে ভারত পেট্রলিয়াম শিপিং কর্র্পেরেশন অফ ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া, আই.ডি.আই ব্যাঙ্ক, ভ

দিশাহীন জনস্বার্থ বিরোধী বাজেট

প্রবীণ প্রাউটিষ্ট নেতা শ্রী প্রভাত খাঁ বলেন---৭৩ বছর ধরে বাজেট তো পেশ হচ্ছে  সাধারণের কি উপকারটা হচ্ছে? এই বাজেটও তার ব্যতিক্রম নয়৷ অর্থমন্ত্রী কোভিড ও লক্‌ডাউনে বিপর্যস্ত মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণীর মানুষের মনে কোন আশার সঞ্চার করতে পারেনি৷ তিনি শুধু রাষ্ট্রায়ত্ব সংস্থা বেসরকারী হাতে তুলে দেওয়ার দাওয়াই দিয়েছেন৷ এতে সাধারণ মানুষের লাভ কতটুকু হবে?