পরমারাধ্য ৰাৰার মহাপ্রয়াণে প্রার্থনা জানাই তাঁর নব্যমানবতাবাদ বিশ্বকে রক্ষা করুক
পৃথিবীর বুকে পরমারাধ্য ৰাৰা শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী (মহান দার্শনিক শ্রদ্ধেয় শ্রীপ্রভাতরঞ্জন সরকার) এসেছিলেন এমন সময়ে যখন সারা পৃথিবীর মানুষ তথা জীবজন্তুর বেঁচে থাকাটা সংকটের মধ্য দিয়েই চলছিল৷ তাঁর আধ্যাত্মিকতা ভিত্তিক নব্যমানবতাবাদকে প্রতিষ্ঠা করতে৷ নব্যমানবতাই হ’ল বিশ্ব সংসারের সৃষ্টিকে রক্ষার ও তাদের সার্বিক বিকাশের জন্য সুষ্টু পরিবেশ গড়ে ওঠার চাবিকাঠি৷ সদবিপ্র সমাজের আন্তরিক সেবা ও নিষ্ঠায় তা কেবলমাত্র সম্ভব৷ প্রগ্রতিশীল উপযোগ তত্ত্ব অর্র্থৎ প্রাউট তত্ত্বই হল মহোষধি বিশেষ যা সমগ্র বিশ্বের জাতি ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে এক ছাতার নীচে নিয়ে আসার একমাত্র মহান পথ৷