স্মরণিকা
* গৃহীই হও, আর সন্ন্যাসীই হও, আসল কথা মন৷ মন সাচ্চা তো সব সাচ্চা৷ মনটি খাঁটি হলে তবে ভগবানের কৃপালাভ হয়৷ ---তাঁকে না ডাকলে, তাঁর কৃপা না হলে মানুষের জীবন দুঃখের বোঝা হয়ে দাঁড়ায়৷ সকল কাজের মধ্যেই তাঁকে স্মরণ করবে৷ ব্যাকুল হয়ে তাঁকে ডাকবে, যেন তাঁর পাদপদ্মে শুদ্ধাভক্তি হয়৷
* তাঁকে পেতে হলে সাধন-ভজন চাই৷ (অহংভিমানী) মানুষ চায় ফাঁকি দিয়ে পার হতে৷ তা কি কখনো হয়? সবটা মন দিয়ে তাঁকে ভালোবাসলে, একেবারে মানুষের মতোই তাঁকে প্রত্যক্ষ করা যায়৷
- Read more about স্মরণিকা
- Log in to post comments