ভারতীয় সংসদের ইতিহাসে একটি কালো দিন
ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এ বড়াই দেশের নেতা মন্ত্রীরা করেই থাকেন৷ আম জনতার এসব চিন্তা করার সময় নেই৷ তাদের পেটের ভাত জোগাড় করতেই দিন ফুরিয়ে যায়৷ যাদের জন্যে এই বিল তাদেরও বিশেষ মাথা ব্যাথা নেই৷ তবে এই বিলকে কেন্দ্র করে ভারতীয় আইনসভার উচ্চ কক্ষে যা হয়ে গেল তা গণতন্ত্রের প্রহসন বলা চলে৷ সংসদীয় গণতন্ত্রে বিরোধী মতকে উপেক্ষা না করে সম্মান জানানই গণতান্ত্রিক রীতি৷ কিন্তু যেভাবে বিরোধী মতকে উপেক্ষা করে রাজ্যসভায় কৃষিবিল পাশ করানো হ’ল তাতে সেই রীতি মানার বালাই তো নেই বরং প্রধানমন্ত্রীর গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নিয়ে জনগণের সন্দেহ আরও প্রকোট হল৷ মনে হতেই পারে মুষ্টিমেয় কয়েকজন গোষ্ঠীস্বার
- Read more about ভারতীয় সংসদের ইতিহাসে একটি কালো দিন
- Log in to post comments