দলীয় স্বার্থরক্ষা করতে জনগণের স্বার্থ উপেক্ষিত
২৬শে নভেম্বর হলো পবিত্র সংবিধান দিবস এই দিনে মহান্ দেশনেতা বি.আর. আম্বেদকর বিভিন্ন দেশের সংবিধানের সারমর্মগুলি গ্রহণ করে ভারতের মৌলিক আদর্শকে সামনে রেখে ভারতের সংবিধান রচনা করেছিলেন৷ এটি একটি অভিনব সংবিধান যা সর্বাপেক্ষা বৃহত্তম সংবিধান বলে পরিচিত৷
এই পবিত্র সংবিধানকে ৭৬ বছরের শাসনে প্রায় ১০০বার সংশোধন করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের সেই পবিত্র সংবিধানকে আজ দেখাই যায় না৷ পবিত্র সংবিধান আজ সংশোধনের কালির দাগে ক্ষত বিক্ষত৷ কেন্দ্রে যে দল শাসনে এসেছে তারাই সংবিধানকে সংশোধনের অছিলায় আঘাত করে আহত করেছে৷
- Read more about দলীয় স্বার্থরক্ষা করতে জনগণের স্বার্থ উপেক্ষিত
- Log in to post comments