আনন্দনগর সংবাদ
আনন্দনগর ঃ গত ১৪ই আগষ্ট গুড়িডিতে আনন্দমার্গীরা জন্মাষ্টমী উৎসব পালন করেন৷ এই উপলক্ষ্যে কীর্ত্তনানুষ্ঠান হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর আনন্দনগরের রেক্টর মাস্টার আচার্য নারায়ণানন্দ অবধূত কৃষ্ণের ওপর বক্তব্য রাখেন৷ তিনি বলেন যখন অধর্মের বাড়াবাড়ি হয়, ন্যায় সত্য ও ধর্ম ধূলিলুন্ঠিত হয়, তখনই পরম পুরুষ অধর্মকে দমন করে’ ধর্মের প্রতিষ্ঠার জন্যে তারকব্রহ্মরূপে আবির্ভূত হন৷ ঠিক এমনি এক পরিস্থিতিতে সাড়ে তিনহাজার বৎসর পূর্বে শ্রীকৃষ্ণের আবির্র্ভব হয়েছিল৷ শ্রীকৃষ্ণের জীবনলীলাকে আমরা দুভাগে ভাগ করতে পারি৷ তাঁর বাল্যলীলা, তাকে বলতে পারি শ্রীকৃষ্ণের ব্রজলীলা৷ সে সময় তিনি মূলত ভক্তির মাহাত্ম্য সমাজের স